Ajker Patrika

রামগড়ে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ১

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
রামগড়ে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ১

খাগড়াছড়ির রামগড়ে পূর্বশত্রুতার জেরে চাইথোয়াই মারমাকে (৬২) আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে নিহতের ছেলে অংশেউ মারমা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন। রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্রকর এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত আরেফীন শরীফ পাটোয়ারীকে আসামি করা হয়। মামলার আগেই অভিযুক্তকে আটক করে পুলিশ। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযুক্ত আরেফীন শরীফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার রামগড় রেস্ট হাউসের কর্মচারী আবু আহাম্মদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রামগড় পৌরসভার মাস্টারপাড়া নিজ বাড়ির সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত আরেফীন শরীফ তাঁর প্রতিবেশী চাইথোয়াই মারমাকে পূর্বশত্রুতার জেরে মাথায় ইট দিয়ে আঘাত করেন। ইটের আঘাতে তিনি অচেতন হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তি আশপাশের মানুষ বুঝে ওঠার আগেই চাইথোয়াই মারমার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন নিভিয়ে আহতকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নরেন চৌধুরী তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে অংশেউ মারমা জানান, ঘাতক তাদের প্রতিবেশী। সম্প্রতি সে তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তাঁর পিতা থানায় অভিযোগ করেন। এতে সে ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। 

রামগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আহসান উল্ল্যাহ বলেন, অভিযুক্ত আরেফীন শরীফ মাদকাসক্ত। এক মাস আগে তাঁকে বিয়ে করানো হলে তিন দিনের মাথায় সংসার ভেঙে যায়। তাঁর বিরুদ্ধে এলাকায় ব্যাপক অভিযোগ রয়েছে।  

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র কর জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গতকাল গভীর রাতে রামগড় থানায় মামলা করেন। মামলা নম্বর–০২। আমরা ঘটনার পরেই অভিযান চালিয়ে অভিযুক্তকে নিজ বাড়ি থেকে আটক করি। মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা সে স্বীকার করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ড চেয়ে আজ বুধবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত