Ajker Patrika

চান্দপাড়া গ্রামে এখনো লাগেনি উন্নয়নের ছোঁয়া 

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি) 
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১১: ৫৭
চান্দপাড়া গ্রামে এখনো লাগেনি উন্নয়নের ছোঁয়া 

খাগড়াছড়ির রামগড় উপজেলার সুবিধাবঞ্চিত একটি গ্রামের নাম চান্দপাড়া। উপজেলার ১ নম্বর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে দুর্গম এই গ্রামের অবস্থান। স্বাধীনতার ৫০ বছর পার হলেও এই গ্রামে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো। গ্রামে রয়েছে যথেষ্ট সুপেয় পানির অভাব। স্থানীয়দের দাবি, বারবার আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

জানা যায়, ১৯৮০ সাল থেকে এই গ্রামে বসবাস করে আসছে মানুষ। হাতির তাণ্ডবে ১৯৯০ সালে গ্রাম ছাড়ে তারা। ১৯৯৯ সালে এসে পুনরায় বসতি স্থাপন করে। গ্রামে বসবাসকারী পরিবারের সংখ্যা ৮৫। এই গ্রামে অন্তত এক হাজার মানুষের বসবাস। অথচ গ্রামে নেই বিদ্যুৎ ও পানির সুবিধা। গ্রামের অবস্থাসম্পন্ন কয়েকটি পরিবার সৌরবিদ্যুৎ ব্যবহার করলেও বেশির ভাগ মানুষ বিদ্যুতের আলো থেকে বঞ্চিত। এক কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে নলকূপ থেকে খাওর পানি সংগ্রহ করতে হয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের অধিকাংশ ঘর বাঁশ, কাঠ ও টিন দিয়ে তৈরি। পানির জন্য ঘরের আশপাশে নেই কোনো নলকূপ। কয়েকটি ঘরে সোলার প্যানেল থাকলেও নেই পানির কোনো উৎস। 

৭০ বছর বয়সী প্রবীণ ব্যক্তি সিরাজ মিয়া জানান, এই গ্রামে এখনো বিদ্যুতের ছোঁয়া লাগেনি। এখানকার বেশির ভাগ মানুষ দিনমজুর। সৌরবিদ্যুৎ ব্যবহারের মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। অবস্থাসম্পন্ন কয়েকটি পরিবার সৌরবিদ্যুৎ ব্যবহার করে। বিদ্যুতের জন্য শিক্ষার্থীদের পড়াশোনাসহ দৈনন্দিন জীবনে অনেক সমস্যা পোহাতে হচ্ছে। বিদ্যুতের সংযোগ পেলে তাদের জীবনযাত্রার মান পাল্টে যাবে বলে জানান তিনি। 

গ্রামের বাসিন্দা আমেনা বেগম (৩৫) জানান, দৈনন্দিন কাজের মাঝে পানি সংগ্রহ তার প্রধান কাজ। পানি না থাকলে ঘরের অন্য কাজগুলো করা যায় না। গ্রামে পানির কোনো উৎস নেই। প্রায় এক কিলোমিটার পথ পায়ে হেঁটে টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে হয়। দৈনিক দুই-তিনবার পানি সংগ্রহের জন্য আসতে হয় বলে জানান তিনি। 

চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মোহাম্মদ নুরুদ্দিন জানান, এই গ্রামে সরকারের উন্নয়নের ছোঁয়া তেমন লাগেনি। পানি ও বিদ্যুতের অভাব মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একাধিকবার আবেদন করা হলেও কোনো সাড়া মেলেনি। 

খাবার পানির জন্য দুর্গম পথ পাড়ি দিতে হয় গ্রামের মেয়েদেরনাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, `স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের দুর্ভোগ নিয়ে উদাসীন। নির্বাচনের সময় প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেও জয়ী হওয়ার পরে তা ভুলে যান।' 

বাংলাদেশ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবাসিক প্রকৌশলী আহসান উল্ল্যাহ জানান, কর্মস্থলে তিনি নতুন এসেছেন। তাঁর সময়ে ভুক্তভোগী গ্রাম থেকে কোনো আবেদন আসেনি। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। 

রামগড় ১ নম্বর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ক্যারি মারমা জানান, এলাকায় বৈদ্যুতিক সংযোগ দেওয়ার  প্রক্রিয়া চলমান রয়েছে। খুব দ্রুত বিদ্যুতের সংযোগ পাব বলে আশা করছি। আর পানির জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার আবেদন করেও সাড়া পাওয়া যায়নি। বিদ্যুতের সংযোগ এবং সুপেয় পানির ঘাটতি থাকায় মানুষ কষ্টকর জীবনযাপন করছে। 

রামগড় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী দীপ শিখা চাকমা বলেন, `এ বিষয়ে আসলে আমাদের কিছু করার নেই। প্রকল্পের জন্য উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে বরাদ্দ আসতে হবে। তারা আমাদের সাইট নির্দিষ্ট করে দিলে আমরা কাজ করতে পারব।'

রামগড় ১ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মজুমদার বলেন, এই গ্রামের মানুষের দুর্ভোগের কথা তিনি জানেন। সমস্যাগুলো সমাধানে প্রকল্পের জন্য এডিপিতে আবেদন করেছেন। বরাদ্দ পেলে দ্রুত সমাধান হবে বলে জানান তিনি। 

রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা আজকের পত্রিকাকে জানান, চান্দপাড়া গ্রামটি প্রত্যন্ত এলাকা বিধায় বিদ্যুতের সংযোগ এবং সুপেয় পানির সুবিধা দিতে সাময়িক অসুবিধা হচ্ছে। ব্যক্তিগত অর্থায়নে কয়েকটি টিউবওয়েল দিয়েছি। মাননীয় সাংসদকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে খুব দ্রুত সমাধান করে দেবেন বলে আশ্বাস দেন। তিনি আরও বলেন, `বিদ্যুৎ ছাড়া এই গ্রামের উন্নয়ন কখনো সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় শতভাগ বৈদ্যুতিক সুবিধা দিতে আমরা কাজ করে যাচ্ছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত