Ajker Patrika

দ্বন্দ্ব ঠেকাতে গিয়ে নিহত যুবক, ৩ আসামি গ্রেপ্তার 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২২, ১৮: ০৬
দ্বন্দ্ব ঠেকাতে গিয়ে নিহত যুবক, ৩ আসামি গ্রেপ্তার 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাবুল হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত তিনজনকে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের বশরতনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। 

গ্রেপ্তারকৃতরা হলেন সীতাকুণ্ডের পৌরসভার মহাদেবপুর (শেখনগর) এলাকার মৃত আতিকুর রহমানের ছেলে মো. আরমান (২২), একই এলাকার মৃত বদিউল আলমের ছেলে মো. মামুন (২০) ও মো. আবু তাহেরের ছেলে মো. হাসান (২১)। 

সুমন বণিক বলেন, বাবুল হত্যার প্রধান আসামি আরমান, মামুন, জহিরুল ইসলাম শ্যামন ও হাসানের সুনির্দিষ্ট নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা করেন বাবুলের বাবা কামাল উদ্দিন। মামলার পর থেকে এলাকা থেকে পালিয়ে যান অভিযুক্তরা। গতকাল প্রযুক্তির সহায়তায় মুরাদপুর ইউনিয়নের বশরতনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি আরমানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ দুপুরে তিনজনকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বিকেলে পৌর সদরের মধ্যম মহাদেবপুর (শেখনগর) এলাকার সাইফুল ও মিয়ান প্রকাশ শাহীনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঘটনার জেরে গত ২৭ এপ্রিল শাহীনের লোকজন সাইফুলকে টানাহেঁচড়া করে জোরপূর্বক উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে ছুটে এসে বাবুল হামলাকারীদের হাত থেকে সাইফুলকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে হামলাকারী দলের সদস্য আরমান (৩০) ক্ষিপ্ত হয়ে বাবুলের পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত