Ajker Patrika

আরব আমিরাতে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৪, ২২: ১৯
আরব আমিরাতে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে বহুতল ভবন থেকে পড়ে মো. আনোয়ার হোসেন ওরফে পিছন (৫৩) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ৩টায় দেশটির অমল কুইন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত মো. আফুসী মিয়ার ছেলে। তিনি ’৯০-এর দশকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। 

নিহতের ভাই মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. জালাল উদ্দীন বলেন, ‘পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান আনোয়ার হোসেন। তিনি অমল কুইন এলাকার একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন। ভাইয়ের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে দিয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে কারখানায় কাজ করার সময় ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ভাই।’ 

মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আলমগীর ভূঁইয়া বলেন, ‘নিহত আনোয়ার ’৯০-এর দশকে ছাত্রলীগ নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ল। দ্রুত লাশ ফিরিয়ে আনতে সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের দৃষ্টি কামনা করছি।’  

এদিকে আনোয়ার হোসেনের মৃত্যুতে গোটা মনিয়ন্দ এলাকা চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সরকারি ব্যবস্থাপনায় যেন তাঁর লাশ দেশে আনা হয়, সেই দাবি জানিয়েছেন পরিবারের সদস্যসহ এলাকার মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত