Ajker Patrika

নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে সরে দাঁড়ালেন ঠান্ডা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি 
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এস এম মিজানুর রহমান ঠান্ডা। ছবি: আজকের পত্রিকা
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এস এম মিজানুর রহমান ঠান্ডা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এস এম মিজানুর রহমান ঠান্ডা (৬৮) সদ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (১২ মে) দুপুরে চিতলমারী উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে ৩৯ বছর চাকরি করেছেন এবং ২০১৬ সালে অবসর গ্রহণের পর তাবলিগ জামাতে যুক্ত হয়ে ধর্মীয় কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সময় তিনি বাড়ির বাইরে বিভিন্ন জেলায় অবস্থান করতেন।

মিজানুর রহমান অভিযোগ করেন, তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি ‘কুচক্রী মহল’ তাঁর অনুমতি ছাড়াই সদ্য নিষিদ্ধ আওয়ামী লীগের বড়বাড়িয়া ইউনিয়ন আহ্বায়ক কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্ত করে। বিষয়টি তিনি লোকমুখে জানতে পারেন ৫ আগস্টের পর।

মিজানুর রহমান বলেন, ‘আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সদস্যপদের বিষয়টি নিয়ে আমি নানা জটিলতা ও বিড়ম্বনায় পড়ি।’

তিনি আরও বলেন, ‘তাই অদ্য ১২ মে ২০২৫ ইং সাল থেকে আমি নিষিদ্ধ আওয়ামী লীগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের আহ্বায়ক কমিটির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলাম। আজ থেকে আমি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কোনো কমিটির বা সংগঠনের সদস্য নই এবং তাদের কারও সাথে আমার কোনো সম্পর্ক নেই বা থাকবে না।’

সংবাদ সম্মেলনে ঘোলা গ্রামের প্রবীণ মো. মোস্তফা মোল্লাসহ আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত