Ajker Patrika

দক্ষ ও সৎ নেতৃত্ব তৈরিই আমাদের মূল উদ্দেশ্য: নুরুল ইসলাম সাদ্দাম

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলায় আল ফালাহ্ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা
নীলফামারীর জলঢাকা উপজেলায় আল ফালাহ্ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘এই সমাজের মানুষকে আল্লাহর পথে পরিচালিত করে, তাদের আদর্শিকভাবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যৎ মুসলিম উম্মাহর কান্ডারি হিসেবে নেতৃত্ব দিতে সক্ষম, এমন দক্ষ ও সৎ নেতৃত্ব তৈরিই আমাদের মূল উদ্দেশ্য।’

আজ সোমবার (১২ মে) নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় আল ফালাহ্ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জন্য ইসলামী ছাত্রশিবির এক অনিবার্য বাস্তবতা হয়ে উঠেছে। আমরা একটি আদর্শিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করছি। সমাজে মানুষ যখন সাম্য, ন্যায় ও সুবিচারের মধ্যে বসবাস করবে, তখনই সৎ নেতৃত্ব গড়ে উঠবে। ছাত্ররা সেই নেতৃত্বের জন্য প্রস্তুত হবে।’

নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে ইসলামী ছাত্রশিবিরকে সাংগঠনিকভাবে কাজ করতে বাধা দেওয়া হয়েছে। এই সময়ে আমাদের নেতা–কর্মীদের জেলে যেতে হয়েছে শুধু ন্যায্য অধিকার চাওয়ার অপরাধে। কিন্তু আমরা হতাশ নই, ইসলামী সমাজব্যবস্থা কায়েমের জন্য আমাদের জীবন, রক্ত ও সময় দিতে প্রস্তুত আছি।’

নুরুল ইসলাম বলেন, ‘শিবিরের লক্ষ্য শুধু ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা নয়, আমরা ছাত্রদের মধ্যে সৎ, দেশপ্রেমিক ও নৈতিক ভিত্তিতে গড়া ব্যক্তিত্ব তৈরি করতে চাই, যারা দেশের কল্যাণে কাজ করবে।’

সমাবেশে জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, নায়েবে আমির মো. কামারুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, নীলফামারী শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া বক্তারা দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ছাত্রসমাজকে নৈতিকতা ও নেতৃত্ব বিকাশে আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত