Ajker Patrika

যৌতুকের মিথ্যা মামলায় বাদীর জরিমানা, আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মিথ্যা মামলা করায় রুপা আক্তার নামের এক নারীকে দণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ রায় দেন।

গত ৩০ এপ্রিল এ মামলার আসামি পুলিশের কনস্টেবল সাগর মিয়াকে খালাস দেন একই আদালত। সেদিন তাঁর সাবেক স্ত্রী ও মামলার বাদী রুপা আক্তারকে মিথ্যা মামলা করার দায়ে কেন শাস্তি দেওয়া হবে না, তা জানাতে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। ১২ মের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো যুক্তিসংগত ব্যাখ্যা না পেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আদালত সে দিন আদেশে উল্লেখ করেছিলেন।

বাদী রুপা আক্তার আজ আদালতে লিখিত ব্যাখ্যা জমা দেন। তবে ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় তাঁকে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় সর্বোচ্চ ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। তিনি আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে দণ্ডের টাকা পরিশোধ করেন।

রুপা আক্তার তাঁর মামলায় অভিযোগ করেন, ২০২৩ সালের ৯ জুলাই ৪ লাখ টাকা দেনমোহরে পুলিশ কনস্টেবল সাগর মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। বাদীকে তাঁর শ্বশুরবাড়িতে নেওয়া হয়নি। সাগরকে স্বর্ণের চেন ও একটি আংটি দেওয়া হয়। কয়েক দিন পর থেকে সাগর ১৫ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। ওই টাকা না দেওয়ায় বাদীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

তবে আদালতে সাক্ষ্য-প্রমাণে বাদীর অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত