নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মিথ্যা মামলা করায় রুপা আক্তার নামের এক নারীকে দণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ রায় দেন।
গত ৩০ এপ্রিল এ মামলার আসামি পুলিশের কনস্টেবল সাগর মিয়াকে খালাস দেন একই আদালত। সেদিন তাঁর সাবেক স্ত্রী ও মামলার বাদী রুপা আক্তারকে মিথ্যা মামলা করার দায়ে কেন শাস্তি দেওয়া হবে না, তা জানাতে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। ১২ মের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো যুক্তিসংগত ব্যাখ্যা না পেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আদালত সে দিন আদেশে উল্লেখ করেছিলেন।
বাদী রুপা আক্তার আজ আদালতে লিখিত ব্যাখ্যা জমা দেন। তবে ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় তাঁকে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় সর্বোচ্চ ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। তিনি আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে দণ্ডের টাকা পরিশোধ করেন।
রুপা আক্তার তাঁর মামলায় অভিযোগ করেন, ২০২৩ সালের ৯ জুলাই ৪ লাখ টাকা দেনমোহরে পুলিশ কনস্টেবল সাগর মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। বাদীকে তাঁর শ্বশুরবাড়িতে নেওয়া হয়নি। সাগরকে স্বর্ণের চেন ও একটি আংটি দেওয়া হয়। কয়েক দিন পর থেকে সাগর ১৫ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। ওই টাকা না দেওয়ায় বাদীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
তবে আদালতে সাক্ষ্য-প্রমাণে বাদীর অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মিথ্যা মামলা করায় রুপা আক্তার নামের এক নারীকে দণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ রায় দেন।
গত ৩০ এপ্রিল এ মামলার আসামি পুলিশের কনস্টেবল সাগর মিয়াকে খালাস দেন একই আদালত। সেদিন তাঁর সাবেক স্ত্রী ও মামলার বাদী রুপা আক্তারকে মিথ্যা মামলা করার দায়ে কেন শাস্তি দেওয়া হবে না, তা জানাতে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। ১২ মের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো যুক্তিসংগত ব্যাখ্যা না পেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আদালত সে দিন আদেশে উল্লেখ করেছিলেন।
বাদী রুপা আক্তার আজ আদালতে লিখিত ব্যাখ্যা জমা দেন। তবে ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় তাঁকে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় সর্বোচ্চ ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। তিনি আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে দণ্ডের টাকা পরিশোধ করেন।
রুপা আক্তার তাঁর মামলায় অভিযোগ করেন, ২০২৩ সালের ৯ জুলাই ৪ লাখ টাকা দেনমোহরে পুলিশ কনস্টেবল সাগর মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। বাদীকে তাঁর শ্বশুরবাড়িতে নেওয়া হয়নি। সাগরকে স্বর্ণের চেন ও একটি আংটি দেওয়া হয়। কয়েক দিন পর থেকে সাগর ১৫ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। ওই টাকা না দেওয়ায় বাদীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
তবে আদালতে সাক্ষ্য-প্রমাণে বাদীর অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
নারীবিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১১০ জন নাগরিক। সোমবার (১২ মে) বিকেলে গণমাধ্যমে এই যৌথ বিবৃতি পাঠানো হয়েছে। ১১০ জন নাগরিকের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন প্রকাশনা ও থিয়েটারকর্মী নাজিফা তাসনিম খানম তিশা।
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে মমতাজকে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. ওমর আলীকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরখানের মধ্যপাড়া এলাকা থেকে আজ সোমবার (১২ মে) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর কমলাপুরের একটি বাসায় আরাফাত (১৮) নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে সহপাঠীরা জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র আরাফাত।
২ ঘণ্টা আগে