Ajker Patrika

নিহত বেড়ে ২৯, এখনো চিকিৎসাধীন ৬৭: স্বাস্থ্য মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৯: ৩০
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে আহত ও নিহতদের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ও মৃতদের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট ৬৭ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ২৯ জন মৃত্যুবরণ করেছেন।

গতকাল মঙ্গলবার রাত দিবাগত ১টার পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রকাশিত তালিকা অনুযায়ী, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ৪৩ জন বর্তমানে ভর্তি আছেন এবং সেখানে ১১ জন মারা গেছেন; ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২১ জন চিকিৎসাধীন এবং ১৫ জন মারা গেছেন; কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন করে আহত ব্যক্তি ভর্তি আছেন এবং সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং লুবানা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে কোনো আহত ব্যক্তি বর্তমানে ভর্তি নেই। উভয় হাসপাতালেই ১ জন করে মারা গেছেন। লুবানা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

এ ছাড়া, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে (বিএমএসআরআই) ১ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন এবং ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে ১ জন মারা গেছেন।

হাসপাতাল ভিত্তিক হতাহতের সর্বশেষ চিত্র:

table-milestone

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত