Ajker Patrika

সুন্দরবন দিয়ে পুশ ইন করা ৭৮ ব্যক্তির মধ্যে ভারতীয় ৪ জন

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২৫, ১৩: ৪৭
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া সীমান্ত দিয়ে পুশ ইন ব্যক্তিরা। ফাইল ছবি
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া সীমান্ত দিয়ে পুশ ইন ব্যক্তিরা। ফাইল ছবি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই দফায় পুশ ইন ৭৮ জনের মধ্যে ৭৪ জন বাংলাদেশি এবং চারজন ভারতীয় নাগরিক বলে শনাক্ত হয়েছে।

গত শুক্রবার বিকেলে ভারতীয় একটি জাহাজ ও স্পিডবোটে বিএসএফ ও ভারতের নৌবাহিনী ৭৮ ব্যক্তিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়িয়া ফরেস্ট টহল ফাঁড়ির কাছে একটি চরে নামিয়ে দিয়ে যায়। পরে তাঁরা হেঁটে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন জানান, আকস্মিকভাবে ৭৮ ব্যক্তিকে বঙ্গোপসাগরের তীরবর্তী নির্জন এলাকায় ফেলে যাওয়ার ঘটনা সবাইকে বিস্মিত করে। পরবর্তীকালে বন বিভাগের সহায়তায় এসব মানুষকে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে আশ্রয় দেওয়া হয়। সুস্থ রাখার জন্য শুকনা খাবার ও চাল, ডাল এবং শুকনা খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাঠানো হয়।

রিভারাইন বিজিবির অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ জানান, পুশ ইন করা ব্যক্তিদের মধ্যে ৭৪ জন বাংলাদেশি এবং চারজন ভারতীয়। আজ রোববার দুপুর আড়াইটার দিকে সমুদ্রপথে তাঁদের মোংলায় নেওয়া হয়। পরবর্তীকালে এসব ব্যক্তির নিয়ে জাহাজটি শ্যামনগরের উদ্দেশে রওনা হয়। তাঁদের শ্যামনগর থানায় হস্তান্তরের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত