কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরে বাঁকখালী নদীতীরের পাঁচ কিলোমিটার এলাকায় দখল-দূষণ পর্যবেক্ষণ করে হতবাক হয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও সৈয়দা রিজওয়ানা হাসান।
দুজন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কস্তুরাঘাট খুরুশকূল সেতুসংলগ্ন এলাকায় নৌবন্দরের জন্য নির্ধারিত স্থানে যান। সেখান থেকে তাঁরা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, চরের প্যারাবন ধ্বংস, অপরিকল্পিত খনন ও পৌরসভার ভাগাড় ঘুরে দেখেন। সেই সঙ্গে নদীর সীমানার মানচিত্র দেখেন। পরে তাঁরা যান শহরের পেশকারপাড়ায়। সেখানে জোয়ার-ভাটার পানি চলাচল এবং ট্রলার ভেড়ানোর স্থান দখলের দৃশ্য দেখতে পান।
এ সময় নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত জানান, শিগগিরই বাঁকখালী নদীর তীর দখলমুক্ত করা হবে। তিনি বলেন, ‘আমি বন্দর করব, বাকিরা দখল করবে—তা হয় না। যত তাড়াতাড়ি সম্ভব এসব অবৈধ দখল উচ্ছেদ করা হবে। নদীর নির্ধারিত সীমানা রয়েছে, যা গেজেট আকারে আছে।’
অবৈধ দখল সাত-আট দিনের মধ্যে উচ্ছেদ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘যারা নদীর জমি দখল করে আছে, তাদের সরে যেতে বলা হয়েছে। তা না হলে পাকা বাড়িঘরও ভাঙতে হবে।’
অনেক বছর ধরে দখল প্রক্রিয়া চলছে জানিয়ে সাখাওয়াত বলেন, ‘নদীবন্দর করতে হলে তো নদী দরকার। নদীই তো অর্ধেক দখল হয়ে আছে। শিগগিরই নদী দখলমুক্ত করে নৌবন্দরের কাজ শুরু করা হবে।’
দুই উপদেষ্টা পরে বাঁকখালী নদী মোহনার নুনিয়ারছড়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটি ঘাটে যান। সেখানে তাঁরা কক্সবাজার-মহেশখালী পথে সি ট্রাক চলাচল উদ্বোধন করেন। পরে দুপুর ১২টার দিকে উপদেষ্টা সাখাওয়াত ২৫০ যাত্রী ধারণের ক্ষমতাসম্পন্ন সি ট্রাকে করে মহেশখালীর উদ্দেশে যাত্রা করেন। সেখানে তিনি সুধী সমাবেশে যোগ দেন।
কক্সবাজার শহরে বাঁকখালী নদীতীরের পাঁচ কিলোমিটার এলাকায় দখল-দূষণ পর্যবেক্ষণ করে হতবাক হয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও সৈয়দা রিজওয়ানা হাসান।
দুজন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কস্তুরাঘাট খুরুশকূল সেতুসংলগ্ন এলাকায় নৌবন্দরের জন্য নির্ধারিত স্থানে যান। সেখান থেকে তাঁরা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, চরের প্যারাবন ধ্বংস, অপরিকল্পিত খনন ও পৌরসভার ভাগাড় ঘুরে দেখেন। সেই সঙ্গে নদীর সীমানার মানচিত্র দেখেন। পরে তাঁরা যান শহরের পেশকারপাড়ায়। সেখানে জোয়ার-ভাটার পানি চলাচল এবং ট্রলার ভেড়ানোর স্থান দখলের দৃশ্য দেখতে পান।
এ সময় নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত জানান, শিগগিরই বাঁকখালী নদীর তীর দখলমুক্ত করা হবে। তিনি বলেন, ‘আমি বন্দর করব, বাকিরা দখল করবে—তা হয় না। যত তাড়াতাড়ি সম্ভব এসব অবৈধ দখল উচ্ছেদ করা হবে। নদীর নির্ধারিত সীমানা রয়েছে, যা গেজেট আকারে আছে।’
অবৈধ দখল সাত-আট দিনের মধ্যে উচ্ছেদ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘যারা নদীর জমি দখল করে আছে, তাদের সরে যেতে বলা হয়েছে। তা না হলে পাকা বাড়িঘরও ভাঙতে হবে।’
অনেক বছর ধরে দখল প্রক্রিয়া চলছে জানিয়ে সাখাওয়াত বলেন, ‘নদীবন্দর করতে হলে তো নদী দরকার। নদীই তো অর্ধেক দখল হয়ে আছে। শিগগিরই নদী দখলমুক্ত করে নৌবন্দরের কাজ শুরু করা হবে।’
দুই উপদেষ্টা পরে বাঁকখালী নদী মোহনার নুনিয়ারছড়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জেটি ঘাটে যান। সেখানে তাঁরা কক্সবাজার-মহেশখালী পথে সি ট্রাক চলাচল উদ্বোধন করেন। পরে দুপুর ১২টার দিকে উপদেষ্টা সাখাওয়াত ২৫০ যাত্রী ধারণের ক্ষমতাসম্পন্ন সি ট্রাকে করে মহেশখালীর উদ্দেশে যাত্রা করেন। সেখানে তিনি সুধী সমাবেশে যোগ দেন।
সাবেক এমপি শাহ সারোয়ার কবিরকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই আদেশ দেন
১ মিনিট আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘৩১ দফার প্রতিটি প্রস্তাবে দেশের মানুষের মৌলিক চাহিদা—কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। এটি শুধুই রাজনৈতিক দলীয় কাগজপত্র নয়, বরং অনেক ত্যাগ-তিতিক্ষা, গুম-খুন, নির্যাতন ও পঙ্গুত্বের মধ্য দিয়ে আসা সংগ্রামের ফসল। আমরা এমন এ
২ মিনিট আগেদেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াডে ১২০টি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রায় ১ হাজার ৮০০ জন এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হন ৮০ জন। এই ৮০ জনকে নিয়ে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড
১০ মিনিট আগেব্যাটারিচালিত রিকশায় না চড়তে এবং ফুটপাতের অবৈধ হকারদের থেকে কেনাকাটা না করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত ডিএনসিসির অঞ্চল-৭-এর গণশুনানিতে তিনি এ আহ্বান জানান।
১৩ মিনিট আগে