কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে গুলি করে যুবলীগের আহ্বায়ককে খুনের ঘটনায় এখনো (১৬ ঘণ্টা) মামলা হয়নি। তবে খুনিদের খুঁজতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।
আজ সোমবার দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভুঁইয়া।
এদিকে প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহের সামনে মসজিদে নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন জামাল। এ সময় বোরকা পরিহিত তিন ব্যক্তি এসে তাঁর সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করেন। একজন বোরকার নিচ থেকে পিস্তল বের করেন। জামাল বুঝতে পেরে দৌড় দেওয়ার সময় বাকি দুজন তাঁদের হাতে থাকা পিস্তল দিয়ে জামালকে তিনটি গুলি করেন।
এদিকে একটি গুলি কপালে, আরেকটি বুকে বিদ্ধ হয়। এ সময় জামাল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে স্বজনেরা নিশ্চিত হওয়ার জন্য রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত জামাল কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ব্যবসার সুবাদে দাউদকান্দির গৌরীপুর বাজারে থাকতেন।
রোববার রাতে গুলি করে হত্যার ঘটনায় এখনো কেন মামলা হয়নি সে বিষয়ে দাউদকান্দির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভুইয়া জানান, স্বজনেরা জামালের মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল যায়। সেখানে জামালের ময়নাতদন্ত হয়েছে। এখনো জামালের স্বজনেরা বাড়ি আসেনি। ফলে মামলা করা সম্ভব হয়নি। সন্ধ্যা নাগাদ পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হতে পারে।
পরিবারের সূত্রে জানা গেছে, জামালের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের ভাই সৌদি আরবে ওমরাহ করতে গিয়েছিলেন। তিনি আজ বিকেলে দেশে ফিরবেন। পরে মরদেহ কুমিল্লায় নিয়ে দাফন করবেন।
এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
কুমিল্লার দাউদকান্দিতে গুলি করে যুবলীগের আহ্বায়ককে খুনের ঘটনায় এখনো (১৬ ঘণ্টা) মামলা হয়নি। তবে খুনিদের খুঁজতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।
আজ সোমবার দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভুঁইয়া।
এদিকে প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহের সামনে মসজিদে নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন জামাল। এ সময় বোরকা পরিহিত তিন ব্যক্তি এসে তাঁর সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করেন। একজন বোরকার নিচ থেকে পিস্তল বের করেন। জামাল বুঝতে পেরে দৌড় দেওয়ার সময় বাকি দুজন তাঁদের হাতে থাকা পিস্তল দিয়ে জামালকে তিনটি গুলি করেন।
এদিকে একটি গুলি কপালে, আরেকটি বুকে বিদ্ধ হয়। এ সময় জামাল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে স্বজনেরা নিশ্চিত হওয়ার জন্য রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত জামাল কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ব্যবসার সুবাদে দাউদকান্দির গৌরীপুর বাজারে থাকতেন।
রোববার রাতে গুলি করে হত্যার ঘটনায় এখনো কেন মামলা হয়নি সে বিষয়ে দাউদকান্দির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভুইয়া জানান, স্বজনেরা জামালের মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল যায়। সেখানে জামালের ময়নাতদন্ত হয়েছে। এখনো জামালের স্বজনেরা বাড়ি আসেনি। ফলে মামলা করা সম্ভব হয়নি। সন্ধ্যা নাগাদ পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হতে পারে।
পরিবারের সূত্রে জানা গেছে, জামালের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের ভাই সৌদি আরবে ওমরাহ করতে গিয়েছিলেন। তিনি আজ বিকেলে দেশে ফিরবেন। পরে মরদেহ কুমিল্লায় নিয়ে দাফন করবেন।
এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০মাদক পাচার ও অবৈধ পণ্য পরিবহন রোধে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে স্ক্যানার মেশিন বসানো হয়েছে। আজ সোমবার সকালে দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের এই স্ক্যানার মেশিন বাসানো হয়।
২ মিনিট আগেঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রাজশাহীতে ফরিদুল ইসলাম খান নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ পরিদর্শককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসা. মুসরাত জেরিন এই আদেশ দেন।
১ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ ও ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (জিডিজিএস) প্রথমবারের মতো ব্যবহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
১ ঘণ্টা আগে