Ajker Patrika

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীকে হুমকি দেওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে শোকজ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২০: ১৭
কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীকে হুমকি দেওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে শোকজ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদকে হুমকি দিয়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখার অভিযোগে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারকে শোকজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার নির্বাচনী অনুসন্ধান কমিটি সংসদীয় আসন-২৫২-এর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নোটিশে লিটন সরকারে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, এ মর্মে ১০ ডিসেম্বর রোববার বেলা ১১টায় সময় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।  

এ ছাড়া তাঁর এ বক্তব্য রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ১১ (ক) বিধির লঙ্ঘন। হুমকি প্রদান করে দেওয়া তাঁর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ অনুসন্ধান কমিটির কাছে সংরক্ষিত আছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। 

জানা গেছে, গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) দেবিদ্বার ভানী ইউনিয়ন যুবলীগের একটি সভায় স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি দিয়ে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার। বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় শুরু হয়। 

পরে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে নির্বাচনী অনুসন্ধান কমিটির সংসদীয় আসন-২৫২, কুমিল্লা-৪ (দেবিদ্বার) ও কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসানের। এরপর অনুসন্ধান কমিটি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করে। 

ভিডিও ক্লিপে লিটন সরকারকে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘বাঘের থাবা থেকে বাঁচার উপায় আছে, কিন্তু রাজী ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। রাজী ফখরুল তো পরের কথা, আগে আমাদের থাবা থেকে বাঁচ! আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, কম্পিটিশন তো দূরের কথা জামানত থাকবে না। আমার আর আবু কালামের এক সেন্টার, আমি চ্যালেঞ্জ দিলাম, আয় তোর ক্ষমতা থাকলে, তোর ইউনিয়নে পারলে আমার সামনে দাঁড়া।’ 

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘নোটিশের কপি আমি এখনো পাইনি, তবে শুনেছি।’ তিনি আরও বলেন, ‘ভিডিওতে আমার বক্তব্য কাটছাঁট করে প্রকাশ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত