Ajker Patrika

সাগরে ভাসছে জ্বালানি মন্ত্রণালয়ের গাড়ি, সটকে পড়লেন কর্মকর্তারা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৪, ০৮: ৪৯
Thumbnail image

১২ ঘণ্টা পার হলেও চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতের চরে আটকে যাওয়া সরকারি দপ্তরের জিপ গাড়িটি উদ্ধার হয়নি। আজ শনিবার সকালে পারকি সমুদ্রসৈকতের চরে আটকে যায় এ জিপ গাড়ি। গাড়ির সামনে জরুরি তেল-গ্যাস অনুসন্ধান কাজে নিয়োজিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে স্টিকার রয়েছে।

জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পটিয়া অফিসে ১২ জন কর্মকর্তা দুই গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১১-১৩৩৩) ও (ঢাকা ল-৭৮) নিয়ে ভ্রমণে জন্য পারকি সমুদ্রসৈকতে আসেন। সৈকতে নামার পর জিপ গাড়ি (ঢাকা-ল ৭৮) বালুতে আটকে যায়। সন্ধ্যা সাড়ে ৬টা ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার না করায় পানিতে ভাসছে সরকারি এই গাড়িটি।

পারকি সৈকতের পানিতে ভাসছে জ্বালানি মন্ত্রণালয়ের জিপ গাড়িএ বিষয়ে কথা বলতে চাইলে আগত কর্মকর্তারা তাঁদের চাকরির ক্ষতি হবে জানিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। তবে, গাড়ির চালক পরিচয়ে জসিম উদ্দিন নামে এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সকালে আমরা চট্টগ্রামের পটিয়া থেকে (ঢাকা মেট্রো ঘ-১১-১৩৩৩) ও (ঢাকা ল-৭৮) নম্বরের দুটি গাড়ি নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে পারকি সমুদ্রসৈকতে আসি। দুই গাড়িতে আমরা ১২ জন ছিলাম। জিপ গাড়িটি (ঢাকা-ল ৭৮) সৈকতে নামার পর বালুতে আটকে যায়, পরে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় এখনো উদ্ধার করতে পারিনি। আমরা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পটিয়া অফিসে কর্মরত।’ 

পারকি সৈকতের পানিতে ভাসছে জ্বালানি মন্ত্রণালয়ের জিপ গাড়িপ্রত্যক্ষদর্শী মোজাম্মেল নামে এক ফটোগ্রাফার বলেন, ‘সকালে গাড়িটি নিয়ে সৈকত থেকে ৩০০ ফুট দূরে সাগরের পানিতে চালাতে দেখি আমরা। তাদের দেখে আমাদের মনে হয়, সবাই মদপান অবস্থায় ছিল। দুপুরের দিকে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় গাড়িটি আর উদ্ধার করতে পারেনি তারা।’ 

কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘সকালে সরকারি স্টিকারযুক্ত একটি গাড়ি পারকি সৈকতের চরে নামলে বালুতে আটকে যায়। সৈকতের চরে গাড়ি নামানো একদম নিষেধ রয়েছে, কিন্তু কেন গাড়িটি নামিয়েছে সেটা বুঝতে পারছি না।’ 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘পারকি সমুদ্রসৈকতের চরে গাড়ি আটকে যাওয়ার ঘটনাটি শুনেছি। বিষয়টি দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত