Ajker Patrika

ভারী বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৩: ২১
ভারী বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা

ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। গতকাল শনিবার রাতভর বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকার সড়ক হাঁটু পর্যন্ত পানিতে ডুবে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া সাধারণ মানুষ। সবচেয়ে দুর্ভোগ হয়েছে এইচএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টিতে চকবাজার, কাতালগঞ্জ, রেয়াজুদ্দিন বাজার, বাকলিয়া, হালিশহর, ষোলশহর, শুলকবহর, বহদ্দারহাট, মুরাদপুর, ডিসি রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

রেয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী আকতার হোসেন বলেন, শনিবার রাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। তাতেই সড়ক পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি রেয়াজুদ্দিন বাজারের বিভিন্ন মার্কেটে পানি ঢুকেছে।

এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ জাওয়াদ জানান, এমনিতে পরীক্ষার সময় যানবাহনের সংকট হয়, তার ওপর চারদিকে পানি। ভিজে পরীক্ষার হলে যেতে হচ্ছে। ভোগান্তির শেষ নেই।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া কার্যালয়ের কর্তব্যরত সহকারী মাহমুদুল আলম জানান, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৩.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত