সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় নিয়ম না মেনে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শন করেছেন কর্মকর্তারা। আজ মঙ্গলবার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চবিদ্যালয়ে তাঁরা পরিদর্শনে যান।
ধলেশ্বরী নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে ভবন স্থানান্তরের ফলে চরাঞ্চলের এই বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছে। আজ সরেজমিনে দেখা গেছে, আগের তালাবদ্ধ টিনশেড ভবনের আঙিনায় পাঠ কার্যক্রম চলছে। অন্যদিকে ছনকা বাজারসংলগ্ন এলাকায় তিন দিন আগে গড়ে তোলা হয়েছে টিনের নতুন ভবন। উভয় স্থানেই দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকদের অবস্থান।
এ নিয়ে কয়েক দিন ধরে চলে বিভিন্ন অফিসে অভিযোগ দেওয়া। এর পরিপ্রেক্ষিতে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় ইউএনও মো. ইকবাল হোসেন নতুন ভবন নির্মাণ নিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নতুন স্থানে রাতের আঁধারে ভবন নির্মাণের বিষয়ে তিনি অবগত নন। এলাকাবাসী যা করেছেন, তা আইন মেনে হয়নি। আগে যেখানে বিদ্যালয় ভবন ছিল, সেটি নদীভাঙনের কবলে পড়ায় ভবন স্থানান্তরের আদেশ পাওয়া গেছে। তবে তা বাস্তবায়ন আইন মেনে হওয়া উচিত ছিল বলে তিনি উল্লেখ করেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, প্রথমে বিদ্যালয়টি নিম্নমাধ্যমিক ছিল। তাঁদের প্রস্তাব ও চেষ্টায় এটি উচ্চবিদ্যালয় হিসেবে অনুমোদিত হয়। নদীভাঙনের সমস্যা দেখিয়ে বিদ্যালয়ের ভবন স্থানান্তরের আদেশ আনা হয়েছে। কিন্তু চার-পাঁচ বছরের মধ্যে নদীতে কোনো ভাঙন দেখা দেয়নি। নদীতে কোনো বাড়ি বিলীন হয়নি। তাই চরাঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিদ্যালয়টি আগের স্থানেই বহাল রাখার দাবি জানান তিনি।
এ সময় ইউএনও ইকবাল হোসেন বলেন, ‘প্রতিষ্ঠাতা সভাপতি নিজেই জানেন না বিদ্যালয়টি স্থানান্তর করা হয়েছে। সেই সঙ্গে নিয়ম মেনে স্থানান্তর হয়নি বলে তাঁরাই স্বীকার করেছেন। আর আগের নির্মিত স্থানের পক্ষের দাবিও যৌক্তিক। তাই উভয় পক্ষের সাতজন করে প্রতিনিধিকে দ্রুত সময়ের মধ্যে অফিসে ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আরও খবর পড়ুন:
মানিকগঞ্জের সাটুরিয়ায় নিয়ম না মেনে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শন করেছেন কর্মকর্তারা। আজ মঙ্গলবার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চবিদ্যালয়ে তাঁরা পরিদর্শনে যান।
ধলেশ্বরী নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে ভবন স্থানান্তরের ফলে চরাঞ্চলের এই বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছে। আজ সরেজমিনে দেখা গেছে, আগের তালাবদ্ধ টিনশেড ভবনের আঙিনায় পাঠ কার্যক্রম চলছে। অন্যদিকে ছনকা বাজারসংলগ্ন এলাকায় তিন দিন আগে গড়ে তোলা হয়েছে টিনের নতুন ভবন। উভয় স্থানেই দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকদের অবস্থান।
এ নিয়ে কয়েক দিন ধরে চলে বিভিন্ন অফিসে অভিযোগ দেওয়া। এর পরিপ্রেক্ষিতে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় ইউএনও মো. ইকবাল হোসেন নতুন ভবন নির্মাণ নিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নতুন স্থানে রাতের আঁধারে ভবন নির্মাণের বিষয়ে তিনি অবগত নন। এলাকাবাসী যা করেছেন, তা আইন মেনে হয়নি। আগে যেখানে বিদ্যালয় ভবন ছিল, সেটি নদীভাঙনের কবলে পড়ায় ভবন স্থানান্তরের আদেশ পাওয়া গেছে। তবে তা বাস্তবায়ন আইন মেনে হওয়া উচিত ছিল বলে তিনি উল্লেখ করেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, প্রথমে বিদ্যালয়টি নিম্নমাধ্যমিক ছিল। তাঁদের প্রস্তাব ও চেষ্টায় এটি উচ্চবিদ্যালয় হিসেবে অনুমোদিত হয়। নদীভাঙনের সমস্যা দেখিয়ে বিদ্যালয়ের ভবন স্থানান্তরের আদেশ আনা হয়েছে। কিন্তু চার-পাঁচ বছরের মধ্যে নদীতে কোনো ভাঙন দেখা দেয়নি। নদীতে কোনো বাড়ি বিলীন হয়নি। তাই চরাঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিদ্যালয়টি আগের স্থানেই বহাল রাখার দাবি জানান তিনি।
এ সময় ইউএনও ইকবাল হোসেন বলেন, ‘প্রতিষ্ঠাতা সভাপতি নিজেই জানেন না বিদ্যালয়টি স্থানান্তর করা হয়েছে। সেই সঙ্গে নিয়ম মেনে স্থানান্তর হয়নি বলে তাঁরাই স্বীকার করেছেন। আর আগের নির্মিত স্থানের পক্ষের দাবিও যৌক্তিক। তাই উভয় পক্ষের সাতজন করে প্রতিনিধিকে দ্রুত সময়ের মধ্যে অফিসে ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আরও খবর পড়ুন:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়কের দুটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
৬ মিনিট আগেখুলনা নগরীর পর এবার ডুমুরিয়া উপজেলায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যুর খবর জানা গেছে। তাঁদের একজন গত শুক্রবার রাতে এবং অপরজন গতকাল শনিবার রাতে মারা গেছেন। এ ছাড়া আরও কয়েকজন খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১০ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে মোহাম্মদ লালচান (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার রাতে জেলার সদর উপজেলার জোহুরপুর সীমান্ত দিয়ে ভারতে যান তিনি। এরপর তিনি ফিরে আসতে পারেননি এবং তাঁর কোনো খোঁজও মিলছে না। স্থানীয়দের কাছে থেকে বাংলাদেশি নিখোঁজের তথ্য জেনেছেন...
২০ মিনিট আগেরাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতাল সমর্থনে বাস পোড়ানো-সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে সেগুলো পুরোনো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজ রোববারের (২০ জুলাই) ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপ
৩২ মিনিট আগে