Ajker Patrika

১০০ টাকার ভাগ নিয়ে সহকর্মীকে খুন, একজনের যাবজ্জীবন কারাদণ্ড

 কুমিল্লা প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লায় ফিলিং স্টেশনের কর্মচারী কাজী মারুফ হোসেন হত্যা মামলায় সহকর্মী রাব্বীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) বিল্লাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত গোলাম রাব্বী হোসেন (২২) সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১০ মে সদর দক্ষিণ উপজেলার এসকে ফিলিং স্টেশনে বকশিশের ১০০ টাকার ভাগ নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত কাজী মারুফের হাসপাতালে মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মারুফের মা মোসা. মিনুয়ারা বেগম বাদী হয়ে রাব্বীকে আসামি করে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে এপিপি বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আদালতে রাষ্ট্রপক্ষ প্রমাণ করেছে একমাত্র আসামি রাব্বীই মারুফকে হত্যা করেছেন। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন ও রাষ্ট্রপক্ষে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, শুনানি শেষে আসামি রাব্বীর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত