নিজস্ব প্রতিবেদক, টেকনাফ থেকে
ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ এই মুহূর্তে টেকনাফ উপকূল অতিক্রম করলেও এখনো ভয়াবহ রূপ ধারণ করেনি। আবহাওয়া দপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির অগ্রভাগ এখন উপকূলে আছে। অনেক দূরে এটির মূল কেন্দ্র রয়েছে, যেটি আঘাত হানতে পারে আজ দুপুরের পর থেকে বিকেলের মধ্যে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ কবিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্রভাগ অতিক্রমের সময় বাতাসের গতিবেগ কম আছে। সর্বশেষ ঘূর্ণিঝড় বিজ্ঞপ্তি অনুযায়ী এটির কেন্দ্রে ১৯৫ কিলোমিটার থেকে শুরু করে ২১৫ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ বাড়ছে। তবে স্থলভাগে আঘাত করার সময় গতিবেগ কমে যেতে পারে।’
টেকনাফে মধ্যরাত থেকে বৃষ্টি ও বাতাস শুরু হলেও সকালে অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে সকাল ৮টার পরে বৃষ্টি ও বাতাস বাড়তে থাকে। টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ঢিল এলাকায় ও জিরো পয়েন্টে গিয়ে দেখা গেছে গতকাল থেকে সাগর উত্তাল আছে। বাতাসের গতিবেগ বাড়লেও সেটি খুব বেশি নয়।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তাঁরা এখনো আশ্রয়কেন্দ্রে যাননি। বাতাস ও বৃষ্টি বাড়লে তাঁরা আশ্রয়কেন্দ্রে যাবেন। টেকনাফ শহর ও শহরের আশপাশের এলাকাগুলোতে সকাল থেকেই শুরু হয়েছে নিত্যনৈমিত্তিক কাজ। বিভিন্ন বাজার, মুদিদোকান, চায়ের দোকান ও হোটেলগুলো খোলা রয়েছে। টেকনাফের মেরিন ড্রাইভ অঞ্চল সাগর লাগোয়া বিধায় সেখানের অনেক বাসিন্দাই নিরাপদে চলে গেছে। তবে অনেক আশ্রয়কেন্দ্র এখনো ফাঁকা পড়ে আছে।
স্থানীয় সিপিপি, অর্থাৎ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সদস্যরা বলছেন, তাঁরা ঝড় পর্যবেক্ষণ করছেন। মানুষকে সচেতন ও তার জন্য মাইকিং করে তাদের নিরাপদে যাওয়ার কথা জানিয়েছেন।
আরও পড়ুন:
ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ এই মুহূর্তে টেকনাফ উপকূল অতিক্রম করলেও এখনো ভয়াবহ রূপ ধারণ করেনি। আবহাওয়া দপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির অগ্রভাগ এখন উপকূলে আছে। অনেক দূরে এটির মূল কেন্দ্র রয়েছে, যেটি আঘাত হানতে পারে আজ দুপুরের পর থেকে বিকেলের মধ্যে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ কবিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্রভাগ অতিক্রমের সময় বাতাসের গতিবেগ কম আছে। সর্বশেষ ঘূর্ণিঝড় বিজ্ঞপ্তি অনুযায়ী এটির কেন্দ্রে ১৯৫ কিলোমিটার থেকে শুরু করে ২১৫ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ বাড়ছে। তবে স্থলভাগে আঘাত করার সময় গতিবেগ কমে যেতে পারে।’
টেকনাফে মধ্যরাত থেকে বৃষ্টি ও বাতাস শুরু হলেও সকালে অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে সকাল ৮টার পরে বৃষ্টি ও বাতাস বাড়তে থাকে। টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ঢিল এলাকায় ও জিরো পয়েন্টে গিয়ে দেখা গেছে গতকাল থেকে সাগর উত্তাল আছে। বাতাসের গতিবেগ বাড়লেও সেটি খুব বেশি নয়।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তাঁরা এখনো আশ্রয়কেন্দ্রে যাননি। বাতাস ও বৃষ্টি বাড়লে তাঁরা আশ্রয়কেন্দ্রে যাবেন। টেকনাফ শহর ও শহরের আশপাশের এলাকাগুলোতে সকাল থেকেই শুরু হয়েছে নিত্যনৈমিত্তিক কাজ। বিভিন্ন বাজার, মুদিদোকান, চায়ের দোকান ও হোটেলগুলো খোলা রয়েছে। টেকনাফের মেরিন ড্রাইভ অঞ্চল সাগর লাগোয়া বিধায় সেখানের অনেক বাসিন্দাই নিরাপদে চলে গেছে। তবে অনেক আশ্রয়কেন্দ্র এখনো ফাঁকা পড়ে আছে।
স্থানীয় সিপিপি, অর্থাৎ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সদস্যরা বলছেন, তাঁরা ঝড় পর্যবেক্ষণ করছেন। মানুষকে সচেতন ও তার জন্য মাইকিং করে তাদের নিরাপদে যাওয়ার কথা জানিয়েছেন।
আরও পড়ুন:
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৩০ মিনিট আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৩৯ মিনিট আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৪৪ মিনিট আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
১ ঘণ্টা আগে