Ajker Patrika

মোখার প্রভাবে টেকনাফে বাড়ছে ঝোড়ো বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ থেকে
আপডেট : ১৪ মে ২০২৩, ১২: ০৬
মোখার প্রভাবে টেকনাফে বাড়ছে ঝোড়ো বৃষ্টি

ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ এই মুহূর্তে টেকনাফ উপকূল অতিক্রম করলেও এখনো ভয়াবহ রূপ ধারণ করেনি। আবহাওয়া দপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির অগ্রভাগ এখন উপকূলে আছে। অনেক দূরে এটির মূল কেন্দ্র রয়েছে, যেটি আঘাত হানতে পারে আজ দুপুরের পর থেকে বিকেলের মধ্যে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ কবিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্রভাগ অতিক্রমের সময় বাতাসের গতিবেগ কম আছে। সর্বশেষ ঘূর্ণিঝড় বিজ্ঞপ্তি অনুযায়ী এটির কেন্দ্রে ১৯৫ কিলোমিটার থেকে শুরু করে ২১৫ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ বাড়ছে। তবে স্থলভাগে আঘাত করার সময় গতিবেগ কমে যেতে পারে।’ 

টেকনাফে মধ্যরাত থেকে বৃষ্টি ও বাতাস শুরু হলেও সকালে অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে সকাল ৮টার পরে বৃষ্টি ও বাতাস বাড়তে থাকে। টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ঢিল এলাকায় ও জিরো পয়েন্টে গিয়ে দেখা গেছে গতকাল থেকে সাগর উত্তাল আছে। বাতাসের গতিবেগ বাড়লেও সেটি খুব বেশি নয়। 

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তাঁরা এখনো আশ্রয়কেন্দ্রে যাননি। বাতাস ও বৃষ্টি বাড়লে তাঁরা আশ্রয়কেন্দ্রে যাবেন। টেকনাফ শহর ও শহরের আশপাশের এলাকাগুলোতে সকাল থেকেই শুরু হয়েছে নিত্যনৈমিত্তিক কাজ। বিভিন্ন বাজার, মুদিদোকান, চায়ের দোকান ও হোটেলগুলো খোলা রয়েছে। টেকনাফের মেরিন ড্রাইভ অঞ্চল সাগর লাগোয়া বিধায় সেখানের অনেক বাসিন্দাই নিরাপদে চলে গেছে। তবে অনেক আশ্রয়কেন্দ্র এখনো ফাঁকা পড়ে আছে। 

স্থানীয় সিপিপি, অর্থাৎ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সদস্যরা বলছেন, তাঁরা ঝড় পর্যবেক্ষণ করছেন। মানুষকে সচেতন ও তার জন্য মাইকিং করে তাদের নিরাপদে যাওয়ার কথা জানিয়েছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত