Ajker Patrika

জিম্মি জাহাজের নাবিক সালেহ ফোনে পরিবারের কাছে দোয়া চান

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১২: ০৮
জিম্মি জাহাজের নাবিক সালেহ ফোনে পরিবারের কাছে দোয়া চান

সোমালিয়ায় দস্যুদের কবলে পড়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের মধ্যে একজন নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের মোহাম্মদ সালেহ আহমদ। গতকাল বুধবার সকালে মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে শেষ কথা হয় তাঁর। তখন দোয়া চান তাঁদের কাছে।

মোহাম্মদ সালেহ আহমদ জাহাজটিতে ফাইটার পদে কর্মরত। তিনি সিংবাহুড়া গ্রামের মৃত সাখায়াত উল্যার ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সবার বড় সালেহ। 

আজ বৃহস্পতিবার সকালে সালেহ আহমদের বাড়িতে গিয়ে দেখা যায়, উৎকণ্ঠায় প্রতিটি মুহূর্ত কাটছে তাঁর স্ত্রী ও তিন কন্যাসন্তানের। স্ত্রী তানিয়া আক্তার জানান, বুধবার সকাল ৭টার দিকে সালেহ অজ্ঞাত একটা ফোন নম্বর থেকে কল করেন। এরপর প্রায় দুই মিনিট কথা বলেন। এ সময় তাঁর জন্য দোয়া করার জন্য সবাইকে অনুরোধ জানান। সালেহকে অক্ষতভাবে উদ্ধারের জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তানিয়াসহ সালেহর পরিবারের সদস্যরা। 

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরের দিকে ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহসহ এর ২৩ জন নাবিককে জিম্মি করে প্রায় ৫০ জন সশস্ত্র জলদস্যু। এই ২৩ জন জিম্মি হওয়া বাংলাদেশি নাবিকের মধ্যে দুজনের গ্রামের  বাড়ি নোয়াখালী জেলায়। এর মধ্যে মো. আনোয়ারুল হক রাজুর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের আজিজুল হক মাস্টারের ছেলে।

সর্বশেষ খবর অনুযায়ী জিম্মিসহ জাহাজটি সোমালিয়া উপকূলের দিকে এগোচ্ছে। আজ বৃহস্পতিবার এটি সোমালিয়ায় নোঙর করার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত