Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় নিহত নোবিপ্রবি শিক্ষার্থীর পরিবারকে চেক প্রদান

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৫: ৩৩
Thumbnail image

সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অজয় মজুমদারের পরিবারের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকালে নিহতের মা পাপিয়া রাণী দাসের হাতে চেকটি তুলে দেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এ সময় উপাচার্য অজয়ের অকালমৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তাঁর আত্মার শান্তি কামনা করেন। 

চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মো. বাহাদুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. এস এম মাহবুবুর রহমান, আইআইএস পরিচালক ড. ফিরোজ আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিপ্লব মল্লিক, রেজিস্ট্রার (অ.দা) মো. জসীম উদ্দিন, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইদুর রহমানসহ প্রমুখ। এ সময় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর জেলার সদর উপজেলায় সোনাপুর জিরো পয়েন্ট থেকে মান্নাননগরে যাওয়ার পথে সিএনজি অটোরিকশা থেকে নামার সময় ট্রাকচাপায় নিহত হন অজয় মজুমদার। নিহতের বাড়ি জেলার সুবর্ণচর উপজেলায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত