Ajker Patrika

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনী অভিযান: অস্ত্র–গুলিসহ গ্রেপ্তার ১

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৮: ০৪
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনী অভিযান: অস্ত্র–গুলিসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে যৌথ বাহিনী অভিযানে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্যকে অস্ত্র–গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকে এই অভিযান চালানো হয়। 

গ্রেপ্তার পেটান আলী (৪২) উপজেলার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের আলী মিয়ার ছেলে। 
 
র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আজ ভোরে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকে কতিপয় অস্ত্রধারী জড়ো হয়েছে খবরে র‍্যাব, বিজিবি ও এপিবিএন পুলিশের একটি যৌথ দল অভিযানে যায়। যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন এক ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়।’ 

মো. আবুল কালাম চৌধুরী আরও বলেন, ‘আটক ব্যক্তি মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসার সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, অস্ত্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত