Ajker Patrika

হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাটে নৌ চলাচল বন্ধ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাটে নৌ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালী হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌরুটে সকল যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেনের নির্দেশে সকল নৌ-চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

জানা যায়, ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে নদী উত্তাল। সকাল থেকে হাতিয়াতে বৃষ্টি হচ্ছে মুষলধারে। একদিকে বৃষ্টি, অন্যদিকে দমকা হাওয়ার কারণে নদী পারাপারে ঝুঁকি রয়েছে। তাই সকাল থেকে সাময়িকভাবে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে। 

নলচিরা ঘাটের ইজারাদার প্রতিনিধি ফাহিম উদ্দিন জানান, প্রশাসনের নির্দেশে সকাল থেকে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে। প্রশাসন পুনরায় ঘোষণা দেওয়া ছাড়া সকল যাত্রী পারাপার বন্ধ থাকবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, হাতিয়াতে সকাল থেকে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে। নদী উত্তাল। তাই যাত্রী পারাপার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে দুর্যোগ মোকাবিলায় সকল ইউনিয়নে যোগাযোগ রাখা হয়েছে। সকল মাছ ধরা ট্রলারকে নিরাপদে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সিপিডি স্বেচ্ছাসেবক টিমগুলোকে দুর্যোগ মোকাবিলায় তৈরি থাকতে বলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত