Ajker Patrika

বজ্রপাতে শিশুর মৃত্যু, দুই শিশু আহত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২২, ১৮: ১৬
বজ্রপাতে শিশুর মৃত্যু, দুই শিশু আহত

নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে জিহাদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় আহত হয়েছে আরও দুই শিশু। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের পূর্ব নবীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আহত এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শিশু জিহাদ উপজেলার হরনী ইউনিয়নের নবীপুর গ্রামের মো. সাহেদের ছেলে। আহত দুই শিশু একই এলাকার আকরাম হোসেনের মেয়ে সাথী আক্তার (১২) ও আজগর হোসেনের মেয়ে নাদিয়া (৫)। এদের মধ্যে সাথীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, ঈদের দিন হওয়ায় অন্য শিশুদের সঙ্গে তারা বাড়ির পাশে বাজারে যায়। বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয় তারা। এতে ঘটনাস্থলে প্রাণ যায় জিহাদের। পরে আহত দুজনকে উদ্ধার করে স্থানীয়রা বাড়িতে নিয়ে যান। এর মধ্যে সাথীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে হরনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, নিহত জিহাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হচ্ছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নোয়াখালী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত অন্যজনের অবস্থা অনেকটা ভালো হওয়ায় তাকে বাড়িতে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত