আজকের পত্রিকা ডেস্ক
বরগুনার আমতলীতে এক শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের দল এক জার্মান দম্পতিসহ চারজনকে পিটিয়ে জখম এবং ৫ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার ও তিনটি আইফোন লুট করে নিয়ে গেছে।
গতকাল শনিবার গভীর রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকায় এ ডাকাতি হয়। পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, আমতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে মুখোশ পরা ও অস্ত্রধারী ১০-১২ ডাকাত ঘরের জানালা ভেঙে ভেতরে ঢোকে। তারা অধ্যক্ষসহ ঘরে থাকা মেহমান জার্মান দম্পতি রোকেয়া বেগম ও তাঁর স্বামী মি. রথি এবং বাড়ির দেখভালকারী আব্দুস সোবাহানকে পিটিয়ে জখম করে। অধ্যক্ষের হাত ভেঙে দেয়। পরে আলমারি ভেঙে টাকা ও সোনা লুটে নেয়।
এদিকে নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে নাটেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতেরা ৪ ভরি সোনা, ১০ লাখ টাকা, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুটে নেয়। তাদের হামলায় সালাউদ্দিন ও তাঁর স্ত্রী আহত হয়েছেন।
এ ছাড়া ফেনীর ছাগলনাইয়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতের দল হানা দিয়েছে। আজ রোববার ভোরে ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামে শেখ সুলতান আহাম্মদের বাড়িতে এ ডাকাতি হয়। ডাকাতেরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালপত্র লুট করে নেয়।
তিনজন গ্রেপ্তার: কক্সবাজারের চকরিয়া পৌর শহরে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোররাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ বাটাখালীর মোহাম্মদ হানিফ, কাহারিয়াঘোনা খন্দকারপাড়ার মোহাম্মদ নয়ন এবং একই গ্রামের মোহাম্মদ ইসমাইল। নয়ন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি, ইসমাইল একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক ও হানিফ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
বরগুনার আমতলীতে এক শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের দল এক জার্মান দম্পতিসহ চারজনকে পিটিয়ে জখম এবং ৫ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার ও তিনটি আইফোন লুট করে নিয়ে গেছে।
গতকাল শনিবার গভীর রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকায় এ ডাকাতি হয়। পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, আমতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে মুখোশ পরা ও অস্ত্রধারী ১০-১২ ডাকাত ঘরের জানালা ভেঙে ভেতরে ঢোকে। তারা অধ্যক্ষসহ ঘরে থাকা মেহমান জার্মান দম্পতি রোকেয়া বেগম ও তাঁর স্বামী মি. রথি এবং বাড়ির দেখভালকারী আব্দুস সোবাহানকে পিটিয়ে জখম করে। অধ্যক্ষের হাত ভেঙে দেয়। পরে আলমারি ভেঙে টাকা ও সোনা লুটে নেয়।
এদিকে নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে নাটেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতেরা ৪ ভরি সোনা, ১০ লাখ টাকা, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুটে নেয়। তাদের হামলায় সালাউদ্দিন ও তাঁর স্ত্রী আহত হয়েছেন।
এ ছাড়া ফেনীর ছাগলনাইয়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতের দল হানা দিয়েছে। আজ রোববার ভোরে ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামে শেখ সুলতান আহাম্মদের বাড়িতে এ ডাকাতি হয়। ডাকাতেরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালপত্র লুট করে নেয়।
তিনজন গ্রেপ্তার: কক্সবাজারের চকরিয়া পৌর শহরে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোররাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ বাটাখালীর মোহাম্মদ হানিফ, কাহারিয়াঘোনা খন্দকারপাড়ার মোহাম্মদ নয়ন এবং একই গ্রামের মোহাম্মদ ইসমাইল। নয়ন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি, ইসমাইল একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক ও হানিফ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৭ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৭ ঘণ্টা আগে