Ajker Patrika

নোয়াখালীর সোনাইমুড়ীতে আগুনে পুড়ল ৯টি ঘর

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৩, ১৪: ৩৯
নোয়াখালীর সোনাইমুড়ীতে আগুনে পুড়ল ৯টি ঘর

নোয়াখালীর সোনাইমুড়ীতে আগুনে পুড়ল পাঁচটি বসতঘর ও চারটি রান্নাঘর। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের রুহুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় রুহুল আমিনের বসতঘরে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তাঁর রান্নাঘরসহ পাশের ঘরগুলোতে। এ সময় রান্নাঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভাতে শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। 
সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই আগুনে রুহুল আমিনের তিনটি, ফয়েজ উল্লার দুটি, হারুনের দুটি, সোহেল ও রিপনের একটি করে ঘর পুড়ে যায়। এতে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ‘ওই বাড়ির ভেতরে প্রবেশের পথ সরু। তাই আমাদের গাড়ি প্রবেশ ও কাজ শুরু করতে অনেকটা বেগ পেতে হয়েছে। বাড়িটিতে ঘনবসতি হওয়ায় ক্ষতি বেশি হয়েছে। আমরা প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত