Ajker Patrika

বেগমগঞ্জে হত্যা মামলার পলাতক আসামিসহ গ্রেপ্তার ২ 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৪: ৩৪
বেগমগঞ্জে হত্যা মামলার পলাতক আসামিসহ গ্রেপ্তার ২ 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে হত্যা মামলায় পলাতক আসামি আব্দুর রশিদ (৩৫) ও ওয়ারেন্টভুক্ত আসামি জাহেরকে (৩৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার সকালে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেগমগঞ্জ থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মাহবুল্যাপুর গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে আব্দুর রশিদ ও মীরওয়ারিশপুর ইউনিয়নের মীল আলীপুর গ্রামের জালাল আহম্মদের ছেলে জাহের। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপালপুর ইউনিয়নের মহবুল্যাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা আসামি আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। পরে একই রাতে মীরওয়ারিশপুর এলাকায় অভিযান চালিয়ে পেনাল কোড ১৮৬০-এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাহেরকে গ্রেপ্তার করা হয়। তিনিও দীর্ঘদিন ধরে অজ্ঞাত স্থানে পলাতক ছিলেন। 

র‍্যাব ১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, ‘সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্‌ঘাটন, অপরাধীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে র‍্যাব কাজ করে যাচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত