Ajker Patrika

শিক্ষার্থীদের আন্দোলনে হামলা ও দমন অগ্রহণযোগ্য, চবি শিক্ষক সমিতি

চবি প্রতিনিধি
শিক্ষার্থীদের আন্দোলনে হামলা ও দমন অগ্রহণযোগ্য, চবি শিক্ষক সমিতি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধার দাবির আন্দোলনে হামলা ও দমনকে অগ্রহণযোগ্য বলে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে শিক্ষকের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও খাবার সরবরাহে বাধা দেওয়া তেমনি অবিবেচনাপ্রসূত ও নিন্দনীয় কাজ বলেও মন্তব্য করেছে সংগঠনটি। 

আজ বুধবার দুপুরে দুপুরে চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১৩ জানুয়ারি ছাত্রী হলে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে যে অচলাবস্থা তৈরি হয়েছে তাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং গ্রহণযোগ্য সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছে। 

মানবিক মূল্যবোধ সম্পন্ন মানবসম্পদ গড়ে তোলা যেখানে বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য, সেখানে যেকোনো পক্ষের অসহিষ্ণু আচরণ অনাকাঙ্ক্ষিত। শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধার দাবির আন্দোলনে হামলা ও দমন যেমন অগ্রহণযোগ্য, সম্মানিত শিক্ষকের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও খাবার সরবরাহে বাধা দেওয়াও তেমনি অবিবেচনাপ্রসূত ও নিন্দনীয় কাজ। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য উদ্ভূত সমস্যাকে বিলম্বিত না করে সমস্যা সমাধানে সব পক্ষকে আন্তরিক হয়ে আলোচনার টেবিলে বসা একান্ত জরুরি। শিক্ষক, শিক্ষার্থী ও সরকারের প্রতিনিধির সমন্বয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জোর দাবি জানায়। 

জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে দেশের মাথাপিছু আয় ও বর্তমান সমাজব্যবস্থার সঙ্গে সংগতি রেখে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা আবশ্যক বলে আমরা মনে করছি। সর্বোপরি উক্ত সংকট নিরসনে সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানান তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত