Ajker Patrika

ঘুষ নেওয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাসের ৪ কর্মকর্তা বরখাস্ত 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২১: ৩৮
Thumbnail image

ঘুষ নিয়ে আড়াই হাজার সংযোগ দেওয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) চারজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২৩ জুলাই তাঁদের সাময়িক বরখাস্ত করা হলেও আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। 

বরখাস্ত হওয়া চারজন হলেন কেজিডিসিএলের উত্তর বিভাগের (রাজস্ব) জোন ৩ ও ৯ শাখার ব্যবস্থাপক রোকেয়া ফেরদৌসী, একই বিভাগের উপব্যবস্থাপক শাহাদাত ওসমান খান, ব্যবস্থাপক মুমিনুল ইসলাম ও সহকারী কর্মকর্তা বরেন্দ্র তাতী। 

২৩ জুলাই কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মোজাহার আলী সই করা আদেশে বলা হয়, যেহেতু কেজিডিসিএলের কর্মকর্তা রোকেয়ার বিরুদ্ধে দায়িত্ব পালনের অবহেলা ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেহেতু তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। একই সঙ্গে অন্য এক আদেশে উপব্যবস্থাপক শাহাদাত ওসমান খান, ব্যবস্থাপক মুমিনুল ইসলাম ও সহকারী কর্মকর্তা বরেন্দ্র তাতীকেও সাময়িক বরখাস্ত করা হয়। 

এর আগে গত ২১ জুন ‘ঘুষ নিয়ে আড়াই হাজার সংযোগ দিল সিন্ডিকেট’ শিরোনামে আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে এই চারজনের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত