Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় বাইর থেকে খাতা সংযুক্ত করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
ব্রাহ্মণপাড়ায় বাইর থেকে খাতা সংযুক্ত করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এসএসসি ইংরেজি দ্বিতীয় পরীক্ষায় বাইর থেকে খাতা যুক্ত করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার চান্দলা উপজেলার কে. বি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

উপজেলা প্রশাসন ও পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, রোববার ওই পরীক্ষা কেন্দ্রের এক শিক্ষার্থী তার নিজ খাতার পাতা ছিঁড়ে বাইরে ফেলে দেয়। এ সময় বাইর থেকে প্রশ্নের উত্তর সংবলিত পাতা ওই খাতায় যুক্ত করে। এ সময় পরীক্ষার দায়িত্বে থাকা পর্যবেক্ষক বিষয়টি দেখতে পেয়ে খাতা আটক করে কেন্দ্র সচিবকে অবহিত করেন। পরে কেন্দ্র সচিব বিষয়টি উপজেলা প্রশাসনকে অবিহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। পরে কেন্দ্র সচিব ওই শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করেন। 

চান্দলা কে. বি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব রাখাল চন্দ্র শীল বলেন, ‘পরীক্ষায় মূল খাতা থেকে পাতা সরিয়ে বাহির থেকে প্রশ্নের উত্তর সংবলিত একটি খাতা সংযুক্ত করায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বোর্ড সিদ্ধান্ত নেবেন কত বছরের জন্য তাকে বহিষ্কার করবেন।’ 

ইউএনও সোহেল রানা বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় কেন্দ্র সচিব ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত