Ajker Patrika

স্ত্রীর উশৃঙ্খল চলাফেরা সইতে না পেরে আত্মহত্যার অভিযোগ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১০: ৩৩
স্ত্রীর উশৃঙ্খল চলাফেরা সইতে না পেরে আত্মহত্যার অভিযোগ

কুমিল্লার তিতাস উপজেলায় স্ত্রীর উচ্ছৃঙ্খল চলাফেরা সইতে না পেরে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার শাহাবৃদ্ধি গ্রামে নিজ বাড়ির আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃত ব্যক্তির নাম মো. মোস্তফা (৫৫)। তিনি উপজেলার শাহাবৃদ্ধি গ্রামের মৃত হায়দার মিয়ার ছেলে। তাঁর স্ত্রীর নাম নিলুফা বেগম (৪৫)। 

এলাকাবাসী বলছে, মোস্তফার স্ত্রী নিলুফা বেগম দীর্ঘদিন ধরে পরকীয়া করে আসছেন এমন অভিযোগে প্রতিনিয়ত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এরই জেরে মোস্তফার স্ত্রী বিল্ডিংয়ে তালা দিয়ে কোথায় যেন চলে যান। এই রাগে মোস্তফা সোমবার সন্ধ্যায় বাড়ির আমগাছের সঙ্গে রশি দিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

এ বিষয়ে তিতাস থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসআই ইমরুলকে পাঠিয়েছি। তিনি এলে বিস্তারিত বলা যাবে।’ 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজহার ভূঁইয়া বলেন, ‘মোস্তফা নামের একজন আত্মহত্যা করেছে খবর পেয়ে আমি থানার পুলিশকে জানিয়েছি। বিস্তারিত জানি না।’ 

মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শাহাবৃদ্ধি গ্রামের বাসিন্দা মো. মোস্তাক ভূঁইয়া বলেন, ‘মোস্তফা মিয়ার স্ত্রী নিলুফা বেগম মাজারভক্ত ছিলেন। তিনি বিভিন্ন পুরুষের সঙ্গে মাজারে যাওয়া-আসা করতেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জেরে মোস্তফা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।’ 

তিতাস থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) ইমরুল বলেন, ‘নিহত মোস্তফার স্ত্রী নিলুফা বেগম বেপরোয়া চলাফেরা করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে গ্রামবাসীর কাছ থেকে জানা গেছে। এ কারণেই আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত