Ajker Patrika

এনসিপির পথসভা: তোরণ-বিলবোর্ডে ছেয়ে গেছে ফেনী শহর

ফেনী প্রতিনিধি
এনসিপির পথসভা উপলক্ষে ফেনী শহরের বিভিন্ন দেয়ালে পোস্টার লাগানো হয়েছে। ছবি: আজকের পত্রিকা
এনসিপির পথসভা উপলক্ষে ফেনী শহরের বিভিন্ন দেয়ালে পোস্টার লাগানো হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে ফেনী শহর। শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ সোমবার ফেনীতে পথসভা করবেন।

আজ দুপুরে দেখা যায়, শহরের প্রধান সড়ক, মোড় ও স্থাপনাগুলো তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। সড়ক বিভাজক, চত্বর ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে এনসিপি নেতাদের ছবিসংবলিত পোস্টার ও ব্যানার। সভাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি চোখে পড়ে।

সন্ধ্যা ৭টায় খাগড়াছড়ির কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা ফেনী পৌঁছাবেন। ট্রাংক রোডে পথসভায় প্রধান অতিথি থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা থাকবেন সদস্যসচিব আখতার হোসেন। এ ছাড়া বক্তব্য দেবেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়েরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘কর্মসূচিকে কেন্দ্র করে কেউ কেউ বিতর্কিত মন্তব্য করছে। তবে আমরা বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। আইনশৃঙ্খলা বাহিনীকেও সার্বক্ষণিক অবহিত রাখা হয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত নই।’ দলের জেলা সংগঠক আব্দুল্লাহ আল জুবায়ের বলেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন। জেলার সর্বত্র প্রচারণা চালানো হয়েছে। কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ রয়েছে।’

ট্রাংক রোডের কর্মসূচি শেষে মহিপালে যাবেন এনসিপি নেতারা। গত বছরের ৪ আগস্ট মহিপালে সংঘটিত হত্যাকাণ্ডস্থলে আরেকটি পথসভা করবেন তাঁরা। পরে তাঁরা সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ শেষে নোয়াখালীর উদ্দেশে রওনা হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত