নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে নগরের ডোবা থেকে মাথা, হাত ও পা বিচ্ছিন্ন এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে নগরের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকার একটি ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় ওই তরুণীর লাশ পাওয়া যায়।
মাথা, হাত ও পা না থাকা এবং লাশে পচন ধরায় আজ সোমবার বিকেল পর্যন্ত ওই তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকার সকালে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকার একটি ডোবায় অর্ধগলিত একটি লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ বলেছে, হত্যার শিকার তরুণীর বয়স ১৫ থেকে ২০ বছর হবে।
ওসি বাবুল আজাদ বলেন, ওই তরুণীর লাশ যেভাবে পাওয়া গেছে, তাতে তাঁর পরিচয় দ্রুত শনাক্ত করা দুঃসাধ্য। কারণ, লাশের মাথা নেই, দুই হাতের কবজি ও পায়ের পাতা নেই। লাশে পচন ধরেছে। অন্তত ১৫ থেকে ২০ দিন আগে হত্যার পর ওই তরুণীর লাশ ডোবায় ফেলে রাখা হয়।
বাবুল আজাদ আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের যেহেতু আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, তাই ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হবে।
চট্টগ্রামে নগরের ডোবা থেকে মাথা, হাত ও পা বিচ্ছিন্ন এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে নগরের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকার একটি ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় ওই তরুণীর লাশ পাওয়া যায়।
মাথা, হাত ও পা না থাকা এবং লাশে পচন ধরায় আজ সোমবার বিকেল পর্যন্ত ওই তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকার সকালে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকার একটি ডোবায় অর্ধগলিত একটি লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ বলেছে, হত্যার শিকার তরুণীর বয়স ১৫ থেকে ২০ বছর হবে।
ওসি বাবুল আজাদ বলেন, ওই তরুণীর লাশ যেভাবে পাওয়া গেছে, তাতে তাঁর পরিচয় দ্রুত শনাক্ত করা দুঃসাধ্য। কারণ, লাশের মাথা নেই, দুই হাতের কবজি ও পায়ের পাতা নেই। লাশে পচন ধরেছে। অন্তত ১৫ থেকে ২০ দিন আগে হত্যার পর ওই তরুণীর লাশ ডোবায় ফেলে রাখা হয়।
বাবুল আজাদ আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের যেহেতু আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, তাই ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হবে।
হৃদয়বিদারক, মর্মান্তিক, মর্মস্পর্শী। এমনই এক দুর্ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে। বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা শোকবিহ্বল করেছে পুরো দেশকে। দুপুরে ওই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন...
৬ মিনিট আগেরাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ে শিশু ওমায়ের নূর আশিক। সোমবার (২১ জুলাই) দুপুরে স্কুলটিতে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয় শিশুটি। আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে, পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
১৪ মিনিট আগেচট্টগ্রামের চকবাজারে শিবির-ছাত্রদল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে। মুখোমুখি অবস্থান নিয়েছে শিবির ও ছাত্রদল। মাঝখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তারা দুই পক্ষকে নিবৃত্ত করারও চেষ্ঠা করছেন।
২৮ মিনিট আগেএকের পর এক অ্যাম্বুলেন্স আসছে। ভেতর থেকে বের করে আনা হচ্ছে কোমলমতি শিশুদের। তাদের কারও হাত-পা, কারও মুখমণ্ডল, আবার কারও শরীরের অধিকাংশই দগ্ধ। তাদের আর্তনাদ ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
৩২ মিনিট আগে