Ajker Patrika

কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 
দক্ষিণ কেরানীগঞ্জ থানা। ছবি: সংগৃহীত
দক্ষিণ কেরানীগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী লিয়াকত হোসেন বাবুল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশের কাছ থেকে আশানুরূপ সহায়তা না পেয়ে সোমবার তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

লিয়াকত হোসেন বাবুল বলেন, ‘কেরানীগঞ্জের হাসনাবাদ নাইয়াটোলা মৌজায় পৈতৃক সূত্রে পাওয়া তাঁদের ৯ শতাংশ জমি রয়েছে। ওই জমিতে তাঁরা তিনতলা বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বাড়ির নিচতলায় দুটি দোকান ভাড়া দিয়েছেন। সম্প্রতি স্থানীয় নূরে আলম, শহিদ আলম, কামাল মিয়া, মো. ফারুক ও মনির হোসেন আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ১৪ জুলাই দুপুরে তাঁরা দলবল নিয়ে এসে ভাড়াটেকে মারধর করে বের দিয়ে একটি দোকানে তালা ঝুলিয়ে দেন। এ ব্যাপারে ওই দিনই থানায় লিখিত অভিযোগ করলেও আশানুরূপ কোনো সহায়তা পাইনি। এখন চাঁদাবাজরা হুমকি দিচ্ছেন।’

এ বিষয়ে জানতে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আকতার হোসেন বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। এএসআই আতাউর সেটি তদন্ত করছেন। তদন্তের ফলাফল আমাকে জানালে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত