ফেনী প্রতিনিধি
ফেনীতে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শহরের বেশির ভাগ এলাকা পানির নিচে চলে গেছে। দুর্ভোগে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও হাসপাতালমুখী রোগীরা।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ফেনী আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত) জেলায় ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এটি এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান। তিনি জানান, দুই দিন ধরে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী দু-তিন দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি।
এদিকে টানা বৃষ্টিতে ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে গেছে। নিলক্ষ্মী-গাবতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফেনী শহরের ডাক্তারপাড়া, সদর হাসপাতাল মোড়, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, একাডেমি, পাঠানবাড়ী, পেট্রোবাংলাসহ অন্তত ১২টি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
সকালের পর থেকেই জলমগ্ন সড়কে হেঁটে চলতে গিয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। শহরের বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, ‘ছেলেকে স্কুলে দিতে গিয়ে হাঁটুপানি পেরোতে হয়েছে। রিকশাও চলেনি।’
ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা আমজাদ হোসেন বলেন, ট্রাংক রোড থেকে অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে আসতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। রাস্তায় হাঁটুপানি। কোনো যান চলাচল করছে না।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, ‘মুহুরী নদীর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে উজানে ভারী বৃষ্টি হলে পানি বাড়তে পারে। আমরা সতর্ক অবস্থানে আছি।’
ফেনীতে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শহরের বেশির ভাগ এলাকা পানির নিচে চলে গেছে। দুর্ভোগে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও হাসপাতালমুখী রোগীরা।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ফেনী আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় (সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত) জেলায় ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এটি এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান। তিনি জানান, দুই দিন ধরে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী দু-তিন দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন তিনি।
এদিকে টানা বৃষ্টিতে ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে গেছে। নিলক্ষ্মী-গাবতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফেনী শহরের ডাক্তারপাড়া, সদর হাসপাতাল মোড়, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, একাডেমি, পাঠানবাড়ী, পেট্রোবাংলাসহ অন্তত ১২টি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
সকালের পর থেকেই জলমগ্ন সড়কে হেঁটে চলতে গিয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। শহরের বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, ‘ছেলেকে স্কুলে দিতে গিয়ে হাঁটুপানি পেরোতে হয়েছে। রিকশাও চলেনি।’
ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা আমজাদ হোসেন বলেন, ট্রাংক রোড থেকে অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে আসতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। রাস্তায় হাঁটুপানি। কোনো যান চলাচল করছে না।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, ‘মুহুরী নদীর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে উজানে ভারী বৃষ্টি হলে পানি বাড়তে পারে। আমরা সতর্ক অবস্থানে আছি।’
বাগেরহাটের বন্দর ও পর্যটন নগরী মোংলা ও ঢাকার মধ্যে দুটি আন্তনগর ট্রেন চালুর দাবি জানানো হয়েছে। দাবি আদায়ে আজ মঙ্গলবার মানববন্ধন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। সকাল ১০টার দিকে মোংলা পৌরসভা চত্বরে ‘আমরা মোংলাবাসী’র ব্যানারে মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সংঘের
১ সেকেন্ড আগে১৫ দিনের মধ্যে ছাত্র সংসদ গঠনের আলটিমেটাম দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে দাবি বাস্তবায়নে ‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’ নামক নতুন একটি প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
১ মিনিট আগেসাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে থাকা ১২ কোম্পানির শেয়ার, নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের ও তাঁর তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। দস্তগীর ও তাঁর স্ত্রী হাসিনা গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৩ মিনিট আগেকুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অর্থ পাচারসহ একাধিক অভিযোগ রয়েছে। একই ধরনের অভিযোগে হাই স্পিড গ্রুপের মানবসম্পদ বিভাগের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধেও
১৫ মিনিট আগে