Ajker Patrika

গোলাম দস্তগীরের কোম্পানির শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছবি: সংগৃহীত
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছবি: সংগৃহীত

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে থাকা ১২ কোম্পানির শেয়ার, নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের ও তাঁর তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দস্তগীর ও তাঁর স্ত্রী হাসিনা গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এসব নির্দেশ দেন। অবরুদ্ধ হওয়া অস্থাবর সম্পদের মূল্য ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬ টাকা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব নির্দেশনা দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার পৃথক পৃথক আবেদনে দস্তগীরের অস্থাবর সম্পদ অবরুদ্ধ ও স্ত্রীসহ তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চান।

আবেদনে বলা হয়, দস্তগীর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা তদন্তাধীন। তদন্তকালে জানা যায়, আসামি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ কারণে তাঁর নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিপ্রতিষ্ঠানের শেয়ার, বিভিন্ন ব্যাংক হিসাব অবরুদ্ধ ও গাড়ি জব্দ করা প্রয়োজন। একই সঙ্গে স্ত্রীসহ দস্তগীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

এর আগে গত ৫ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও তাঁর স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করে দুদক। এতে গোলাম দস্তগীর গাজীর ৪৪৮ কোটি টাকার সম্পদের তথ্য উল্লেখ করা হয়। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮০ টাকা। আর এসব সম্পদ অর্জনে সহযোগিতা করেন তাঁর স্ত্রী হাসিনা দস্তগীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত