Ajker Patrika

সাবেক এমপি আজাদসহ দুজনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক এমপি আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত
সাবেক এমপি আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অর্থ পাচারসহ একাধিক অভিযোগ রয়েছে। একই ধরনের অভিযোগে হাই স্পিড গ্রুপের মানবসম্পদ বিভাগের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধেও অনুসন্ধান করছে সংস্থাটি।

দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এই অভিযোগগুলোর অনুসন্ধান করছেন। আজ মঙ্গলবার (৮ জুলাই) কমিশনের নিয়মিত সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানান।

দুদক মহাপরিচালক বলেন, ‘তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন-বাণিজ্যের মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে।’

দুদকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবুল কালাম আজাদ ব্যাংক থেকে শতকোটি টাকা ঋণ নিয়ে তা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন তিনি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

এ ছাড়া অনুসন্ধানে জানা গেছে, নিজের ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তিনি। রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে অবাধে দুর্নীতি করেছেন বলেও অভিযোগ রয়েছে।

অন্যদিকে, হাই স্পিড গ্রুপ অব কোম্পানিজের বিরুদ্ধেও অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি এবং কমিশন-বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত