Ajker Patrika

মোংলা-ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা ও ঢাকার মধ্যে দুটি আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
মোংলা ও ঢাকার মধ্যে দুটি আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের বন্দর ও পর্যটন নগরী মোংলা ও ঢাকার মধ্যে দুটি আন্তনগর ট্রেন চালুর দাবি জানানো হয়েছে। দাবি আদায়ে আজ মঙ্গলবার মানববন্ধন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

আজ সকাল ১০টার দিকে মোংলা পৌরসভা চত্বরে ‘আমরা মোংলাবাসী’র ব্যানারে মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সংঘের সভাপতি নুর আলম শেখ। বক্তব্য দেন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মো. জুলফিকার আলী, মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি মো. হাবিব, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক পৌর কাউন্সিলর আ. কাদের প্রমুখ।

বক্তারা বলেন, সমুদ্রবন্দর ও পর্যটনকেন্দ্র হিসেবে মোংলা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বন্দর, শিল্পাঞ্চল ও সুন্দরবনসংলগ্ন এই অঞ্চলের অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা বাস্তবায়নের জন্য আধুনিক ও সরাসরি রেলসংযোগ অপরিহার্য হয়ে উঠেছে। বর্তমানে মোংলা থেকে ঢাকার সঙ্গে সরাসরি কোনো আন্তনগর রেলযোগাযোগ নেই। অথচ মোংলা বন্দরের মাধ্যমে দেশের রপ্তানি-আমদানি বাণিজ্য দ্রুত প্রসারিত হচ্ছে এবং এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক ও পর্যটনের বিকাশ ঘটছে। এই অবস্থায় মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা আন্তনগর ট্রেন চালু অপরিহার্য হয়ে উঠেছে। তাই অবিলম্বে দুটি আন্তনগর ট্রেন চালুর জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত