Ajker Patrika

কুমিল্লায় কৃষক জজ মিয়া হত্যায় একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২০: ২৫
কুমিল্লায় কৃষক জজ মিয়া হত্যায় একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লার হোমনায় কৃষক জজ মিয়া হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি দুজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। 

নিহত জজ মিয়ার বাড়ি হোমনা দক্ষিণপাড়া গ্রামে। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনা সরদার বাড়ির আজাদ মিয়া (৩৫)। বেকসুর খালাস পাওয়া দুজন হলেন সালা উদ্দিন ও নাসির উদ্দিন। মামলার সরকারি কৌঁসুলি (পিপি) মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ মে সন্ধ্যায় জজ মিয়াকে পূর্বশত্রুতার জের ধরে আসামি ছুরিকাঘাত করেন। স্থানীয়রা আহত জজ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন জজ মিয়ার বড় ভাই মো. জুলহাস (৪২) বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় একই উপজেলার হোমনা সরদার বাড়ির আজাদ মিয়া (৩৫), সালা উদ্দিন (২৮) ও নাসির উদ্দিনসহ (২২) তিন-চারজনকে আসামি করা হয়। 

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ২৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। অভিযোগ প্রমাণ হওয়ায় আজাদ মিয়াকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অপর দুই আসামি সালা উদ্দিন ও নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আজাদ মিয়া উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত