Ajker Patrika

সীতাকুণ্ডে ছুরিকাঘাতে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে ছুরিকাঘাতে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে হামলা ঠেকাতে গিয়ে হামলাকারীর ছুরিকাঘাতে আহত হওয়া যুবক মো. বাবুল হোসেনের (৩২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত যুবক সীতাকুণ্ডের পৌরসভার মধ্যম মহাদেবপুর (শেখনগর) এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে। 

পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল বিকেলে পৌর সদরের মধ্যম মহাদেবপুর (শেখনগর) এলাকার সাইফুল ও মিয়ান প্রকাশ শাহীনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার সূত্রপাত হয়। এ ঘটনার জেরে ২৭ এপ্রিল শাহীনের লোকজন সাইফুলকে টানাহেঁচড়া করে জোরপূর্বক উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে এসে বাবলু হামলাকারীদের হাত থেকে সাইফুলকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে হামলাকারী দলের সদস্য আরমান (৩০) ক্ষিপ্ত হয়ে বাবলুর পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় বাবলুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়। 

পুলিশ আরও জানায়, ঘটনার পর একই দিন রাতে বাবলুর বাবা কামাল উদ্দিন বাদী হয়ে আরমান, মামুন, জহিরুল ইসলাম শ্যামন ও হাসানের সুনির্দিষ্ট নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ / ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, পুকুরঘাটে তুচ্ছ বিষয় নিয়ে দুই নারীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার কথা দুই নারীর একজন তাঁর স্বামীকে ও অপরজন তাঁর ছেলেকে জানান। পরবর্তীতে এ ঘটনা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে ছুরিকাঘাতে বাবলু আহত হয়। আহত পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রূপান্তরের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত