চাঁদপুর প্রতিনিধি
নির্বাচনে বিজয়ী হয়ে ফলাফল ঘোষণার একদিন পরই ইউপি সদস্যের বাড়িতে বইছে শোকের মাতম। একদিন আগেও যে বাড়িতে ছিল বিজয়ের উল্লাস, হাসি, আনন্দ, এক রাতের ব্যবধানেই সে বাড়িতেই এখন নেমেছে গভীর শোকের ছাঁয়া। চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী তালা প্রতীকের নবনির্বাচিত ইউপি সদস্য মুরাদ মিজি (৬৫) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি হৃৎক্রিয়া বন্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়ার্ডে উপনির্বাচনের এখনো গেজেট প্রকাশ হয়নি। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে তিনি হৃৎক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অ্যাম্বুলেন্স এ করে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নবনির্বাচিত এই ইউপি সদস্য।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নে পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৯ নম্বর বালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের থেকে তালা প্রতীকের নির্বাচন করেন মুরাদ মিজি। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান মিজিকে ২০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এর আগে ৩ বার ইউপি সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। এবার ই প্রথম তিনি নির্বাচিত হন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর আনন্দ মিছিল করে অসুস্থ হয়ে পড়েন তিনি।
নির্বাচনে বিজয়ী হয়ে ফলাফল ঘোষণার একদিন পরই ইউপি সদস্যের বাড়িতে বইছে শোকের মাতম। একদিন আগেও যে বাড়িতে ছিল বিজয়ের উল্লাস, হাসি, আনন্দ, এক রাতের ব্যবধানেই সে বাড়িতেই এখন নেমেছে গভীর শোকের ছাঁয়া। চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী তালা প্রতীকের নবনির্বাচিত ইউপি সদস্য মুরাদ মিজি (৬৫) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি হৃৎক্রিয়া বন্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়ার্ডে উপনির্বাচনের এখনো গেজেট প্রকাশ হয়নি। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে তিনি হৃৎক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অ্যাম্বুলেন্স এ করে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নবনির্বাচিত এই ইউপি সদস্য।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নে পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৯ নম্বর বালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের থেকে তালা প্রতীকের নির্বাচন করেন মুরাদ মিজি। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান মিজিকে ২০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এর আগে ৩ বার ইউপি সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। এবার ই প্রথম তিনি নির্বাচিত হন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর আনন্দ মিছিল করে অসুস্থ হয়ে পড়েন তিনি।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০যৌন হয়রানির অভিযোগে বরিশাল বিএম কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এম মওদুদ আহমেদকে অবশেষে বদলি করা হয়েছে। রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে কলেজ কর্তৃক তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, শিক্ষক মওদুদের বিষয়ে কোনো...
১ ঘণ্টা আগেনেছারাবাদের বলদিয়া ইউনিয়নের সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পিরোজপুর জেলা শিক্ষা অফিস থেকে তাঁকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। নেছারাবাদের শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা তাওহিদুল আলম জিসানের নাম বাদ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার (৩ আগস্ট) রাতে মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত না থাকার কারণে...
১ ঘণ্টা আগে