Ajker Patrika

বিশেষায়িত হৃদ্‌রোগ হাসপাতাল নির্মিত হবে সীতাকুণ্ডে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
বিশেষায়িত হৃদ্‌রোগ হাসপাতাল নির্মিত হবে সীতাকুণ্ডে

চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের আক্ষেপ ঘুচাতে অচিরেই সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিশেষায়িত হৃদ্‌রোগ হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। আজ শনিবার সকালে উপজেলার জঙ্গল সলিমপুর মৌজায় ভূমি পরিদর্শনকালে তিনি এ কথা জানান। 

মুখ্যসচিব বলেন, চট্টগ্রামে উন্নতমানের বিশেষায়িত হৃদ্‌রোগ হাসপাতাল নেই। ঢাকায় থাকলে চট্টগ্রামে কেন থাকবে না? চট্টগ্রাম থেকে প্রচুর লোক চিকিৎসার জন্য ঢাকায় ছোটেন। অথচ দেশের দ্বিতীয় বৃহত্তর নগরী চট্টগ্রামে বিশেষায়িত হাসপাতাল নেই। চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের এ আক্ষেপ ঘুচাতে অচিরেই সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিশেষায়িত হৃদ্‌রোগ হাসপাতাল নির্মাণ করা হবে। 

এ সময় তিনি হৃদ্‌রোগ হাসপাতালের বিষয়ে প্রস্তাবনা পাঠানোর জন্য স্বাস্থ্য বিভাগের পরিচালককে নির্দেশনা দেন। পাশাপাশি হাসপাতাল নির্মাণে জঙ্গল সলিমপুর মৌজার ৩৬০ দাগের ৪ একর ৭০ শতক জায়গা প্রাথমিকভাবে নির্ধারণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিমুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চট্টগ্রাম মোহাম্মদ নাজমুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) মো. আশরাফুল করিম, আরডিসি সুজন চন্দ্র রায় ও সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক প্রমুখ। 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামে বিশেষায়িত কোনো হৃদ্‌রোগ হাসপাতাল না থাকায় সরকার এখানে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। হাসপাতাল নির্মাণের জন্য আমাদের কাছে সরকারি ভূমি চাওয়া হয়েছিল। আমরা সার্ভে করে উপজেলার জঙ্গল সলিমপুর মৌজায় ৪.৭ একর খাস জায়গার জন্য প্রস্তাব দিয়েছি। সে জায়গা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস শনিবার সকালে পরিদর্শন করে গেছেন। পরবর্তীতে সরকারিভাবে এ স্থানে বিশেষায়িত হৃদ্‌রোগ হাসপাতাল নির্মাণ হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত