Ajker Patrika

হোমনায় বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

কামাল হোসেন সরকার, হোমনা (কুমিল্লা) 
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১০: ৫৫
হোমনায় বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

হোমনা উপজেলার হোমনা-দুলালপুর-রামকৃষ্ণপুর সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। এরই মধ্যে গত কয়েক দিনের বৃষ্টিতে এই সড়কের দড়িচর বাজারসংলগ্ন রাস্তার মাঝামাঝি অংশের অনেকটুকুই ভেঙে গেছে, যার ফলে বর্তমানে এই সড়কে ট্রাকসহ অন্যান্য বড় যানবাহন চলাচল করতে পারছে না। যে অংশ ভাঙা বাকি, তার নিচের মাটিও সরে সুড়ঙ্গের মতো তৈরি হয়ে গেছে। এতে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী, যানবাহন চালক ও যাত্রীরা।

এই সড়কে যাতায়াতকারী ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গণি বলেন, হোমনা-দুলালপুর-রামকৃষ্ণপুর সড়কটির অবস্থা এখন করুণ। বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে সিএনজি অটোরিকশাসহ ছোট ছোট যানবাহনগুলো এতে প্রায় ডুবে যায়। ঘটে দুর্ঘটনাও। এর পরও ঝুঁকি নিয়ে উপজেলার উত্তর-পূর্বাঞ্চলের প্রায় ২৫-৩০ হাজার মানুষ প্রতিনিয়ত এই সড়কে যাতায়াত করছেন। 

তিনি আরও বলেন, ‘গত কয়েক দিনের বৃষ্টিতে আমার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর বাজারের পূর্ব পাশের সড়কটির মাঝামাঝি অংশে প্রায় বেশির ভাগই ভেঙে গেছে। এক পাশ দিয়ে কোনো রকম সিএনজিচালিত অটোরিকশা যাওয়া-আসা করতে পারে। ট্রাকসহ বড় গাড়ি চলাচল করতে পারে না। বৃষ্টি হলে যেকোনো মুহূর্তে পুরো সড়কটিই ভেঙে যাবে। এমনকি সড়কের নিচে মাটি না থাকায় বৃষ্টি না হলেও ভেঙে যেতে পারে। এ অবস্থার কথা প্রশাসনকে জানিয়েছি। 

এমনিতেই বেহাল সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে সাম্প্রতিক বৃষ্টিতে। ছবি: আজকের পত্রিকাহোমনা সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষক মো. নূরুল আমিন বলেন, ‘এখন এইচএসসি পরীক্ষা চলছে। এই সড়ক ব্যবহার করে আমরা প্রতিদিন হোমনা থেকে রামকৃষ্ণপুর কলেজে গিয়ে পরীক্ষার ডিউটি দিই। শিক্ষার্থীরাও এই সড়ক দিয়ে রামকৃষ্ণপুর কলেজ, রেহানা মজিদ মহিলা কলেজ ও হোমনা সরকারি কলেজের পরীক্ষাকেন্দ্রে আসতে হয়। সড়ক খারাপ হওয়ায় সিএনজিতে উঠে ভয়ে থাকি, কখন দুর্ঘটনার কবলে পড়ে যাই। এখন দড়িচর বাজারের পাশের সড়কটির মাঝখান দিয়ে প্রায় পুরোটাই ভেঙে গেছে। দ্রুত মেরামত না করা হলে ছাত্র-শিক্ষক সবারই মারাত্মক সমস্যা হবে।’ 

উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রনি আজকের পত্রিকাকে বলেন, ‘দড়িচর বাজারের ভাঙা অংশটুকুর বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে দ্রুত সমাধান করা হবে। এ ছাড়া সড়কটির হোমনা চৌরাস্তা থেকে রেহানা মজিদ মহিলা কলেজ পর্যন্ত আরসিসি ঢালাই হবে, এটা প্রসেসিংয়ে আছে। আশা করি দ্রুত কাজ শুরু করতে পারব। আর দুলালপুর থেকে রামকৃষ্ণপুর পর্যন্ত মেরামতের জন্য আমরা এস্টিমেট দিচ্ছি। তবে রেহানা মজিদ মহিলা কলেজ থেকে দুলালপুর হয়ে ঘাগুটিয়া পর্যন্ত মেরামত করতে একটু সময় লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত