Ajker Patrika

চট্টগ্রামে হোটেলে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে নারীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৩ জুন ২০২৩, ২২: ০৬
চট্টগ্রামে হোটেলে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে নারীদের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম নগরের উত্তর পতেঙ্গায় অনৈতিক কার্যকলাপ চালানোর অভিযোগ এনে ‘নিরিবিলি’ নামে একটি আবাসিক হোটেল বন্ধের দাবি জানিয়েছেন ওই এলাকার নারীরা। আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জনবহুল এই এলাকায় জিইএম প্ল্যান্ট জামে মসজিদের সামনে নিরিবিলি নামে একটি আবাসিক হোটেল রয়েছে। যার মালিক ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চিংড়াখালীর মোহাম্মদ দুলাল। তিনি দীর্ঘদিন এই আবাসিক হোটেলে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের ব্যবসায় লিপ্ত। স্থানীয় ছাড়াও বাইরে থেকে আসা যুবক শ্রেণি এই হোটেলে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। 

এর আগে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি বন্ধের দাবিতে গত ২৬ মে এলাকাটিতে হাজারো নারী-পুরুষ মানববন্ধন করেছিলেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন, গত ১৯ মে পবিত্র জুমার দিন এলাকাবাসী একত্রিত//// হয়ে হোটেল কর্তৃপক্ষকে অসামাজিক কার্যক্রম বন্ধ করার অনুরোধ করতে গেলে হোটেল কর্তৃপক্ষ এবং কাউন্সিলর বারেকের গুন্ডা বাহিনীর হামলার শিকার হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। অত্যন্ত পরিতাপের বিষয় এ ঘটনায় প্রশাসন হোটেলটি বন্ধ না করে উল্টো এলাকার সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা করে কয়েকজনকে গ্রেপ্তার করে। 

সংবাদ সম্মেলনে এ বিষয়ে জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও র‍্যাবের হস্তক্ষেপ কামনা করা হয়। 

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন রত্না আকতার, মোছাম্মত রিফাত, নাসরিন আকতার, পান্না বেগম, নূরজাহান বেগম, নুর আহমদ, জাফর আহমদ, মো. ইকবাল, সাদেকুর রহমান, সাজ্জাদ হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত