চট্টগ্রাম প্রতিনিধি
চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখের আয়োজনে চট্টগ্রামের প্রায় প্রতিটি ঘরেই থাকে পাঁচনের উপস্থিতি। নানা পদের সবজি দিয়ে তৈরি করা এই খাবারকে অনেকেই আবার ‘ঘণ্ট’ নামেও চেনেন। এদিকে বাংলা নববর্ষকে সামনে রেখে নগরের বিভিন্ন এলাকায় পাঁচন রান্নায় প্রয়োজনীয় সবজি বিক্রির ধুম পড়েছে।
আজ বুধবার নগরীর হাজারী লেন, জামালখান সড়ক, মোমিন রোড, বকশিরহাট ও আসকারদীঘির পাড় এলাকা ঘুরে দেখা গেছে, পাঁচনের সবজি বিক্রিতে ব্যস্ত মৌসুমি সবজি ব্যবসায়ীরা। তাঁরা জানান, আগে চৈত্রসংক্রান্তিতে শুধু হাজারী লেনে পাঁচনের সবজি পাওয়া যেত। এখন শহরের প্রায় সব বাজারেই কম-বেশি পাওয়া যাচ্ছে। পাঁচন রান্নায় কাঁচা কাঁঠাল, ডুমুর, কাটটুস, তিতা বেগুন, কলার খাড়া (কলাগাছের ভেতরের কাণ্ড), শজনে, কাঁচা আম, কাঁচা কলা, মুলা, পটোল, গাজর, লাউ, করলা, টমেটো, কাঁকরোল, বরবটি, ঢ্যাঁড়স, কচুর ছড়া, পেঁপে, মিষ্টিকুমড়া, শালগম, শসা, চালকুমড়া, আলুসহ বারোমাসি বিভিন্ন ধরনের সবজি লাগে। এ ছাড়া লাউশাক, কচুর লতি, পুঁইশাক, কলমিশাক ও ঢেঁকিশাকও প্রয়োজন হয়।
জামালখান সড়কের ফুটপাতে সবজি বিক্রি করেন মাসুম। তিনি বলেন, ‘পাঁচনের সব সবজি একসঙ্গে নিলে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। বেশির ভাগ ক্রেতাই একসঙ্গে সব সবজি কিনছেন। আবার কেউ আলাদা করেও কিনছেন।’
পাঁচনের সবজি কিনতে জামালখানে এসেছেন নগরের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা অঞ্জনা রায়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চৈত্রসংক্রান্তিতে ঘরে রান্নার জন্য ১৮ পদের সবজি কিনতে এসেছি। পাঁচন খাওয়ার রেওয়াজ আমাদের পুরোনো ঐতিহ্য।’
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পুষ্টিবিদ ইকবাল হোসাইন বলেন, পাঁচনে বিভিন্ন পদের সবজি থাকায় সব ধরনের ভিটামিনের উপস্থিতি থাকে, যা মানব শরীরের জন্য খুবই উপকারী।
চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখের আয়োজনে চট্টগ্রামের প্রায় প্রতিটি ঘরেই থাকে পাঁচনের উপস্থিতি। নানা পদের সবজি দিয়ে তৈরি করা এই খাবারকে অনেকেই আবার ‘ঘণ্ট’ নামেও চেনেন। এদিকে বাংলা নববর্ষকে সামনে রেখে নগরের বিভিন্ন এলাকায় পাঁচন রান্নায় প্রয়োজনীয় সবজি বিক্রির ধুম পড়েছে।
আজ বুধবার নগরীর হাজারী লেন, জামালখান সড়ক, মোমিন রোড, বকশিরহাট ও আসকারদীঘির পাড় এলাকা ঘুরে দেখা গেছে, পাঁচনের সবজি বিক্রিতে ব্যস্ত মৌসুমি সবজি ব্যবসায়ীরা। তাঁরা জানান, আগে চৈত্রসংক্রান্তিতে শুধু হাজারী লেনে পাঁচনের সবজি পাওয়া যেত। এখন শহরের প্রায় সব বাজারেই কম-বেশি পাওয়া যাচ্ছে। পাঁচন রান্নায় কাঁচা কাঁঠাল, ডুমুর, কাটটুস, তিতা বেগুন, কলার খাড়া (কলাগাছের ভেতরের কাণ্ড), শজনে, কাঁচা আম, কাঁচা কলা, মুলা, পটোল, গাজর, লাউ, করলা, টমেটো, কাঁকরোল, বরবটি, ঢ্যাঁড়স, কচুর ছড়া, পেঁপে, মিষ্টিকুমড়া, শালগম, শসা, চালকুমড়া, আলুসহ বারোমাসি বিভিন্ন ধরনের সবজি লাগে। এ ছাড়া লাউশাক, কচুর লতি, পুঁইশাক, কলমিশাক ও ঢেঁকিশাকও প্রয়োজন হয়।
জামালখান সড়কের ফুটপাতে সবজি বিক্রি করেন মাসুম। তিনি বলেন, ‘পাঁচনের সব সবজি একসঙ্গে নিলে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। বেশির ভাগ ক্রেতাই একসঙ্গে সব সবজি কিনছেন। আবার কেউ আলাদা করেও কিনছেন।’
পাঁচনের সবজি কিনতে জামালখানে এসেছেন নগরের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা অঞ্জনা রায়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চৈত্রসংক্রান্তিতে ঘরে রান্নার জন্য ১৮ পদের সবজি কিনতে এসেছি। পাঁচন খাওয়ার রেওয়াজ আমাদের পুরোনো ঐতিহ্য।’
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পুষ্টিবিদ ইকবাল হোসাইন বলেন, পাঁচনে বিভিন্ন পদের সবজি থাকায় সব ধরনের ভিটামিনের উপস্থিতি থাকে, যা মানব শরীরের জন্য খুবই উপকারী।
সিলেটের গোয়াইনঘাটে মিষ্টির দোকানে এক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার জাফলংয়ের মামার বাজার মন্দিরসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম রাজীব সরকার (৩০)। তিনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে।
৩২ মিনিট আগেরাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধন থেকে তাঁরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
৩৪ মিনিট আগেসুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
৪২ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে এক যুবক তাঁর স্ত্রীকে খোলা তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক বছরের স্বামী–স্ত্রীর দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন বলে দাবি আব্দুর রহিমের ছেলে মো. সোহাগ ইসলামের।
৪৪ মিনিট আগে