চট্টগ্রাম প্রতিনিধি
চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখের আয়োজনে চট্টগ্রামের প্রায় প্রতিটি ঘরেই থাকে পাঁচনের উপস্থিতি। নানা পদের সবজি দিয়ে তৈরি করা এই খাবারকে অনেকেই আবার ‘ঘণ্ট’ নামেও চেনেন। এদিকে বাংলা নববর্ষকে সামনে রেখে নগরের বিভিন্ন এলাকায় পাঁচন রান্নায় প্রয়োজনীয় সবজি বিক্রির ধুম পড়েছে।
আজ বুধবার নগরীর হাজারী লেন, জামালখান সড়ক, মোমিন রোড, বকশিরহাট ও আসকারদীঘির পাড় এলাকা ঘুরে দেখা গেছে, পাঁচনের সবজি বিক্রিতে ব্যস্ত মৌসুমি সবজি ব্যবসায়ীরা। তাঁরা জানান, আগে চৈত্রসংক্রান্তিতে শুধু হাজারী লেনে পাঁচনের সবজি পাওয়া যেত। এখন শহরের প্রায় সব বাজারেই কম-বেশি পাওয়া যাচ্ছে। পাঁচন রান্নায় কাঁচা কাঁঠাল, ডুমুর, কাটটুস, তিতা বেগুন, কলার খাড়া (কলাগাছের ভেতরের কাণ্ড), শজনে, কাঁচা আম, কাঁচা কলা, মুলা, পটোল, গাজর, লাউ, করলা, টমেটো, কাঁকরোল, বরবটি, ঢ্যাঁড়স, কচুর ছড়া, পেঁপে, মিষ্টিকুমড়া, শালগম, শসা, চালকুমড়া, আলুসহ বারোমাসি বিভিন্ন ধরনের সবজি লাগে। এ ছাড়া লাউশাক, কচুর লতি, পুঁইশাক, কলমিশাক ও ঢেঁকিশাকও প্রয়োজন হয়।
জামালখান সড়কের ফুটপাতে সবজি বিক্রি করেন মাসুম। তিনি বলেন, ‘পাঁচনের সব সবজি একসঙ্গে নিলে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। বেশির ভাগ ক্রেতাই একসঙ্গে সব সবজি কিনছেন। আবার কেউ আলাদা করেও কিনছেন।’
পাঁচনের সবজি কিনতে জামালখানে এসেছেন নগরের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা অঞ্জনা রায়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চৈত্রসংক্রান্তিতে ঘরে রান্নার জন্য ১৮ পদের সবজি কিনতে এসেছি। পাঁচন খাওয়ার রেওয়াজ আমাদের পুরোনো ঐতিহ্য।’
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পুষ্টিবিদ ইকবাল হোসাইন বলেন, পাঁচনে বিভিন্ন পদের সবজি থাকায় সব ধরনের ভিটামিনের উপস্থিতি থাকে, যা মানব শরীরের জন্য খুবই উপকারী।
চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখের আয়োজনে চট্টগ্রামের প্রায় প্রতিটি ঘরেই থাকে পাঁচনের উপস্থিতি। নানা পদের সবজি দিয়ে তৈরি করা এই খাবারকে অনেকেই আবার ‘ঘণ্ট’ নামেও চেনেন। এদিকে বাংলা নববর্ষকে সামনে রেখে নগরের বিভিন্ন এলাকায় পাঁচন রান্নায় প্রয়োজনীয় সবজি বিক্রির ধুম পড়েছে।
আজ বুধবার নগরীর হাজারী লেন, জামালখান সড়ক, মোমিন রোড, বকশিরহাট ও আসকারদীঘির পাড় এলাকা ঘুরে দেখা গেছে, পাঁচনের সবজি বিক্রিতে ব্যস্ত মৌসুমি সবজি ব্যবসায়ীরা। তাঁরা জানান, আগে চৈত্রসংক্রান্তিতে শুধু হাজারী লেনে পাঁচনের সবজি পাওয়া যেত। এখন শহরের প্রায় সব বাজারেই কম-বেশি পাওয়া যাচ্ছে। পাঁচন রান্নায় কাঁচা কাঁঠাল, ডুমুর, কাটটুস, তিতা বেগুন, কলার খাড়া (কলাগাছের ভেতরের কাণ্ড), শজনে, কাঁচা আম, কাঁচা কলা, মুলা, পটোল, গাজর, লাউ, করলা, টমেটো, কাঁকরোল, বরবটি, ঢ্যাঁড়স, কচুর ছড়া, পেঁপে, মিষ্টিকুমড়া, শালগম, শসা, চালকুমড়া, আলুসহ বারোমাসি বিভিন্ন ধরনের সবজি লাগে। এ ছাড়া লাউশাক, কচুর লতি, পুঁইশাক, কলমিশাক ও ঢেঁকিশাকও প্রয়োজন হয়।
জামালখান সড়কের ফুটপাতে সবজি বিক্রি করেন মাসুম। তিনি বলেন, ‘পাঁচনের সব সবজি একসঙ্গে নিলে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। বেশির ভাগ ক্রেতাই একসঙ্গে সব সবজি কিনছেন। আবার কেউ আলাদা করেও কিনছেন।’
পাঁচনের সবজি কিনতে জামালখানে এসেছেন নগরের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা অঞ্জনা রায়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চৈত্রসংক্রান্তিতে ঘরে রান্নার জন্য ১৮ পদের সবজি কিনতে এসেছি। পাঁচন খাওয়ার রেওয়াজ আমাদের পুরোনো ঐতিহ্য।’
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পুষ্টিবিদ ইকবাল হোসাইন বলেন, পাঁচনে বিভিন্ন পদের সবজি থাকায় সব ধরনের ভিটামিনের উপস্থিতি থাকে, যা মানব শরীরের জন্য খুবই উপকারী।
বগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
৪৩ মিনিট আগেবেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরে অন্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের...
৭ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব...
৭ ঘণ্টা আগেযশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টধারী আরজিনা খাতুন নামের ক্যানসারে আক্রান্ত এক রোগীকে জীবননাশের হুমকি দিয়ে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চিহ্নিত ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার ভ্রমণ ট্যাক্স কাটার নাম করে বেনাপোল বন্দর বাস টার্মিনাল থেকে ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী ডালিম ও তার দলবল।
৮ ঘণ্টা আগে