Ajker Patrika

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
গ্রেপ্তার নাহিদুল ইসলাম ভূঁইয়া। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার নাহিদুল ইসলাম ভূঁইয়া। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উত্তর হামছাদী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে হৃদয় (২০) সদর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

গৃহবধূ জানান, তাঁর স্বামী হৃদয়ের কাছ থেকে ১ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে তিনি শিশুসন্তানকে নিয়ে হৃদয়ের বাড়িতে যান। হৃদয় কৌশলে তাঁকে ঘরে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দেন। পরে মুখ চেপে ধরে খাটে ফেলে হাত-পা বেঁধে ফেলেন এবং গলায় ধারালো অস্ত্র ধরে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় গৃহবধূর শিশুসন্তান কান্না করলে তাকে পাশের কক্ষে আটক রাখেন। এই সুযোগে বাঁধন খুলে গৃহবধূ পালানোর চেষ্টা করলে বাড়ির উঠোনে তাঁকে মারধর করা হয়। পরে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক প্রকাশ্যে জানালেন, ধূমপান করতে চাচ্ছেন তামিম

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

ভাষাশহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় সালাম দিলেন না ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল

এআই যে তিন পেশাকে হুমকিতে ফেলবে না, জানালেন বিল গেটস

৪টি জাহাজ কিনতে বাংলাদেশকে ঋণ দেবে চীন: প্রধান উপদেষ্টার কার্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত