Ajker Patrika

ভারত-বাংলাদেশের বন্ধুত্ব সব সময় থাকবে: সহকারী হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। ছবি: আজকের পত্রিকা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। ছবি: আজকের পত্রিকা

ভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মনোজ কুমার বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক তো সব সময় বন্ধুত্বপূর্ণ। ভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এটা সব সময় থাকবে। যত দিন যাবে, ততই এটা সুদৃঢ় হবে।

সহকারী হাইকমিশনার জানান, রাজশাহীতে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ধন্যবাদ জানাতে এসেছিলেন তিনি। এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ।

এর আগে বেলা ৩টার দিকে সহকারী হাইকমিশনার আরএমপি সদর দপ্তরে যান। সেখানে ছিলেন প্রায় পৌনে এক ঘণ্টা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত