Ajker Patrika

লক্ষ্মীপুরে রেকর্ড বৃষ্টি, পানিবন্দী কয়েক হাজার মানুষ

লক্ষ্মীপুর প্রতিনিধি
অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় লক্ষ্মীপুর পৌরসভাসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ছবি : আজকের পত্রিকা
অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় লক্ষ্মীপুর পৌরসভাসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ছবি : আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে কয়েক দিনের টানা বৃষ্টিতে পৌরসভাসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ভোগান্তিতে রয়েছে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষও।

পৌরবাসী অভিযোগ করেছেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে। পূর্ণিমার প্রভাবে নদীতে অস্বাভাবিক জোয়ারের পানি বাড়ায় রামগতি ও কমলনগর উপজেলার উপকূলীয় এলাকার কিছু স্থানে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।

রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপ, সক্রিয় মৌসুমি বায়ু এবং পূর্ণিমার প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এটি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর পৌরসভার শমসেরাবাদ, জেবি রোড, কলেজ রোড, বাঞ্ছানগর, মজুপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকায় রাস্তাঘাটে পানি জমে রয়েছে, চলাচল করছে না রিকশা ও যানবাহন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেন নির্মাণ, খাল দখল ও দূষণের কারণে পানি নামতে পারছে না। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে থাকে। দ্রুত নালা পরিষ্কার করে পানি অপসারণ না করলে দুর্ভোগ আরও বাড়বে বলে তাঁরা আশঙ্কা করছেন। কেউ কেউ বন্যার আশঙ্কাও করছেন, কারণ গত বছর এই সময়টাতেই বন্যা হয়েছিল।

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘গত কয়েক দিনের টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পৌরসভার পক্ষ থেকে পানি সরানোর কাজ চলছে। ড্রেন পরিষ্কার করে দ্রুত পানি অপসারণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে জলাবদ্ধতা যেন না হয়, সে জন্য আশপাশের খালগুলো পরিষ্কার করার কাজ চলছে। এতে জেলা, উপজেলা প্রশাসন ও পৌরসভা একযোগে কাজ করছে।’

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় লক্ষ্মীপুর পৌরসভাসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ছবি : আজকের পত্রিকা
অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় লক্ষ্মীপুর পৌরসভাসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ছবি : আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ বিষয়ে প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, মাসজুড়ে খালগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। যাতে পানি চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

ভারী বৃষ্টি কোথায় কত দিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ইয়েমেনে ক্লিনিক খুলে ফেঁসে গেছেন ভারতীয় নার্স, এখন ফাঁসির অপেক্ষা

ইরানের শীর্ষ কমান্ডারদের হত্যার আগে যেভাবে খোঁজ পেত মোসাদ

ইমামতি না করেও জেলার শ্রেষ্ঠ ইমাম ওলামা দলের সাবেক নেতা, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত