কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে তিনজনকে পিটিয়ে হত্যার (ট্রিপল মার্ডার) ঘটনায় সেনাবাহিনী ও র্যাবের হাতে গ্রেপ্তার আট আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা ডিবি পুলিশের নিরাপত্তায় কারাগার থেকে তাদের কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১১ এ হাজির করা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশ আট আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই পর্যন্ত সেনাবাহিনী ও র্যাব যৌথভাবে আটজন আসামিকে গ্রেপ্তার করেছে। এরই মধ্যে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি মো. আব্দুল্লাহ বলেন, গ্রেপ্তার আট আসামির সাত দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত তিন দিন রিমান্ড দিয়েছেন। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রিমান্ড শেষে আট আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি ইউপি সদস্য বাচ্চু মিয়া আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানালে তার বক্তব্য রেকর্ড করেন বিচারক।
এর আগে গত ৬ জুলাই বিকেলে র্যাবের হাতে আটক ছয় আসামিকে কুমিল্লার আদালতে হাজির করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। শুনানি শেষে আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক সিদ্দিক আজাদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
অন্যদিকে, ৫ জুলাই সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে আটক নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ নামে দুই আসামিকেও পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হয়। আদালত-১১ এর বিচারক মুমিনুল হক তাদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৪ জুলাই সন্ধ্যায় মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় মাদক কারবারের অভিযোগ তুলে নিজ বাড়িতে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন।
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে তিনজনকে পিটিয়ে হত্যার (ট্রিপল মার্ডার) ঘটনায় সেনাবাহিনী ও র্যাবের হাতে গ্রেপ্তার আট আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা ডিবি পুলিশের নিরাপত্তায় কারাগার থেকে তাদের কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১১ এ হাজির করা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশ আট আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই পর্যন্ত সেনাবাহিনী ও র্যাব যৌথভাবে আটজন আসামিকে গ্রেপ্তার করেছে। এরই মধ্যে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি মো. আব্দুল্লাহ বলেন, গ্রেপ্তার আট আসামির সাত দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত তিন দিন রিমান্ড দিয়েছেন। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রিমান্ড শেষে আট আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি ইউপি সদস্য বাচ্চু মিয়া আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানালে তার বক্তব্য রেকর্ড করেন বিচারক।
এর আগে গত ৬ জুলাই বিকেলে র্যাবের হাতে আটক ছয় আসামিকে কুমিল্লার আদালতে হাজির করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। শুনানি শেষে আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক সিদ্দিক আজাদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
অন্যদিকে, ৫ জুলাই সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে আটক নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ নামে দুই আসামিকেও পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হয়। আদালত-১১ এর বিচারক মুমিনুল হক তাদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৪ জুলাই সন্ধ্যায় মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় মাদক কারবারের অভিযোগ তুলে নিজ বাড়িতে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন।
চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক ইব্রাহিম বাবুর লাশ এক সপ্তাহ পর ফেরত দিয়েছে ভারত। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি ফেরত দেওয়া হয়। নিহত ইব্রাহিম (৩০) দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের
০১ জানুয়ারি ১৯৭০খাদ্য ও আবাসনসংকট নিরসনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা গণতান্ত্রিক ছাত্র জোট পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। এর পক্ষে আগামী রোববার থেকে সাত দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে সংগঠনগুলো।
৮ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে এই আদেশ দেন।
১০ মিনিট আগেবাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) আদলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠনের দাবিতে মহাসড়ক অবরোধ (ব্লকেড) করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লাঠিপেটায় ২০ জন আহত হয়েছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন। তবে তাঁদের নাম জানা যায়নি।
২৬ মিনিট আগে