Ajker Patrika

পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণ, অস্ত্রধারী গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৫: ৩১
অভিযুক্ত কাওসার, উদ্ধার হওয়া খেলনা পিস্তল, ওয়াকিটকি। ছবি: সংগৃহীত
অভিযুক্ত কাওসার, উদ্ধার হওয়া খেলনা পিস্তল, ওয়াকিটকি। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্রকে তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত আবু কাওসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে উদ্ধার করা পিস্তলটি খেলনা পিস্তল বলে দাবি পুলিশের। জনমনে এ নিয়ে নানান প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় আজ বুধবার ভুক্তভোগী স্কুলছাত্রের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত কাওসারকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি।

গ্রেপ্তারকৃত আবু কাওসার (৪০) উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ইমান আলীর ছেলে। মামলার অন্য আসামিরা হলেন—এমদাদুল হক (৫০), নূরুল ইসলাম (৪০), আরাফাত হোসেন (২২), এশফাকুল (২২) ও রিফাত (১৯)।

শ্রীপুর

স্থানীয় দোকানি মনির হোসেন বলেন, আমাদের সামনে অস্ত্র উঁচু করে একজন শিক্ষার্থীকে তুলে নিল। ভয়ে আশপাশের লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করে চলে গেলো। পিস্তল দিয়ে ফায়ারের চেষ্টা করল। সেটি কী করে খেলনা পিস্তল হলো!

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত কাওসারের বাড়িতে অভিযান চালায়। তাকে বাড়িতে পাওয়া যায়নি। সেখান থেকে একটি খেলনা পিস্তল ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞেসবাদে অভিযুক্ত কাওসার জানিয়েছে, শুধু ভয় দেখানোর জন্যই খেলনা পিস্তল তাক করেছেন তিনি। পিস্তলটি অনলাইনে অর্ডার করে কেনা।

শ্রীপুর-অপহরণ

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হাজী প্রি ক্যাডেট স্কুলে এ ঘটনা ঘটে। সন্ধ্যার পরপরই ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

বেশি চিন্তা তৈরি পোশাকে, কারখানা বন্ধের শঙ্কা

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত