Ajker Patrika

পাহাড় ধসের শঙ্কা: নিরাপদ স্থানে সরে যেতে বান্দরবানে মাইকিং

বান্দরবান প্রতিনিধি
ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং। ছবি: আজকের পত্রিকা
ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানে কয়েক দিনের টানা প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে।

আজ বুধবার জেলা তথ্য অফিস থেকে করা মাইকিংয়ে বলা হয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের ফলে বান্দরবানের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তাই যাঁরা পাহাড়ের পাদদেশ, চূড়া, নদীর তীরসহ ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, তাঁদের সতর্ক থাকাসহ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অতি বৃষ্টির কারণে জেলা সদরের কালাঘাটা, বালাঘাটা, বনরুপাপাড়া, সিদ্দিকনগর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে কয়েকটি জায়গায় পাহাড় থেকে মাটি ভেঙে সড়কে পড়ে পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের তথ্যমতে, আজ বেলা ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ‘বান্দরবানে সাংগু ও মাতামুহুরী নদীর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে এবং আমরা প্রতিনিয়ত সবকিছু মনিটরিং করছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং শুরু করেছি, যাতে বিভিন্ন স্থানে পাহাড় ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীরা নিরাপদে সরে যেতে পারেন। জেলার সাতটি উপজেলায় পর্যাপ্ত শুকনো খাবার মজুত রাখা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে কেউ এলে তাঁদের সার্বিক সহযোগিতা করা হবে।’

প্রসঙ্গত, প্রতিবছর বর্ষা মৌসুমে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ ও হতাহতের ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

চীন-পাকিস্তান-বাংলাদেশের স্বার্থ মিলে গেলে ভারতের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে: জেনারেল অনিল চৌহান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত