টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। বুধবার সকালে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগীর জামাতা শামিম শেখ। অভিযুক্ত জীবেশ বাড়ৈ টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।
লিখিত বক্তব্যে শামিম শেখ বলেন, তাঁর শ্বশুর মনিরুজ্জামান উলু দীর্ঘদিন ধরে গোপালপুর এলাকায় খামার ও মাছের ঘেরের ব্যবসা করে আসছেন। গত ১৮ জুন মনিরুজ্জামান ও তাঁর ছেলে জুয়েল মোটরসাইকেলে করে ঘের থেকে টুঙ্গিপাড়ায় ফেরার পথে গোপালপুরের চাপড়াইল ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁদের পথরোধ করেন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রান্ত তালুকদার ও তাঁর কয়েকজন সহযোগী।
শামিম শেখের ভাষ্য, পথরোধের কারণ জানতে চাইলে প্রান্ত বলেন, ‘আপনারা দীর্ঘদিন ব্যবসা করছেন, কিন্তু আমাদের কোনো সহযোগিতা করছেন না। আমরা বিএনপির লোক, এখানে ব্যবসা করতে হলে আমাদের চাঁদা দিতে হবে।’
তিনি আরও জানান, তাঁর শ্বশুর ও শ্যালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছাত্রদল নেতা প্রান্ত বিএনপির স্থানীয় ইউনিয়ন সভাপতি জীবেশ বাড়ৈকে ফোন দেন। কিছুক্ষণ পর জীবেশ নছিমনে করে এসে আরও কয়েকজন লোক নিয়ে দেশি অস্ত্রসহ তাঁদের ওপর হামলা চালান। এতে মনিরুজ্জামান গুরুতর আহত হন এবং তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শামিমের অভিযোগ, এ ঘটনার পর তাঁরা টুঙ্গিপাড়া থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে গোপালগঞ্জ আদালতে মামলা করলে আদালত তা এফআইআর হিসেবে নিতে নির্দেশ দেন।
শামিম শেখ বলেন, ‘বিএনপি নেতা জীবেশ বাড়ৈ ও ছাত্রদল নেতা প্রান্ত এখন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
অভিযোগের বিষয়ে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈ বলেন, ‘আমাকে হেয় করতে একটি কুচক্রী মহল মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। বুধবার সকালে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগীর জামাতা শামিম শেখ। অভিযুক্ত জীবেশ বাড়ৈ টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।
লিখিত বক্তব্যে শামিম শেখ বলেন, তাঁর শ্বশুর মনিরুজ্জামান উলু দীর্ঘদিন ধরে গোপালপুর এলাকায় খামার ও মাছের ঘেরের ব্যবসা করে আসছেন। গত ১৮ জুন মনিরুজ্জামান ও তাঁর ছেলে জুয়েল মোটরসাইকেলে করে ঘের থেকে টুঙ্গিপাড়ায় ফেরার পথে গোপালপুরের চাপড়াইল ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁদের পথরোধ করেন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রান্ত তালুকদার ও তাঁর কয়েকজন সহযোগী।
শামিম শেখের ভাষ্য, পথরোধের কারণ জানতে চাইলে প্রান্ত বলেন, ‘আপনারা দীর্ঘদিন ব্যবসা করছেন, কিন্তু আমাদের কোনো সহযোগিতা করছেন না। আমরা বিএনপির লোক, এখানে ব্যবসা করতে হলে আমাদের চাঁদা দিতে হবে।’
তিনি আরও জানান, তাঁর শ্বশুর ও শ্যালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছাত্রদল নেতা প্রান্ত বিএনপির স্থানীয় ইউনিয়ন সভাপতি জীবেশ বাড়ৈকে ফোন দেন। কিছুক্ষণ পর জীবেশ নছিমনে করে এসে আরও কয়েকজন লোক নিয়ে দেশি অস্ত্রসহ তাঁদের ওপর হামলা চালান। এতে মনিরুজ্জামান গুরুতর আহত হন এবং তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শামিমের অভিযোগ, এ ঘটনার পর তাঁরা টুঙ্গিপাড়া থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে গোপালগঞ্জ আদালতে মামলা করলে আদালত তা এফআইআর হিসেবে নিতে নির্দেশ দেন।
শামিম শেখ বলেন, ‘বিএনপি নেতা জীবেশ বাড়ৈ ও ছাত্রদল নেতা প্রান্ত এখন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
অভিযোগের বিষয়ে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈ বলেন, ‘আমাকে হেয় করতে একটি কুচক্রী মহল মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই।’
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে স্বাগত জানাতে রাস্তার পাশে স্কুলের ইউনিফর্ম পরে লাইন ধরে দাঁড়িয়ে ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাঁচটি বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়। ক্লাস চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুলের শিক্ষকেরা
৩ মিনিট আগেরাজশাহীতে মহিলা দলের এক নেত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকারের (৭৪) বিরুদ্ধে। এ ঘটনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী (৩৬)। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার (৮ জুলাই) অভিযোগটি গৃহীত হয়েছে।
৭ মিনিট আগেদুর্নীতির অভিযোগে সরিয়ে দেওয়া খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার অফিস কক্ষ থেকে প্রায় ৯ লাখ টাকার বান্ডিল জব্দ করা হয়েছে। আজ বুধবার নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর অফিস কক্ষ পরিদর্শনের সময় এই টাকার সন্ধান পাওয়া যায়।
১ ঘণ্টা আগেবান্দরবানে কয়েক দিনের টানা প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে। যাঁরা পাহাড়ের পাদদেশ, চূড়া, নদীর তীরসহ ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, তাঁদের সতর্ক থাকাসহ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ করা হয়েছে।
১ ঘণ্টা আগে