Ajker Patrika

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৬: ০৮
টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগীরা। ছবি : আজকের পত্রিকা
টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগীরা। ছবি : আজকের পত্রিকা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। বুধবার সকালে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগীর জামাতা শামিম শেখ। অভিযুক্ত জীবেশ বাড়ৈ টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।

লিখিত বক্তব্যে শামিম শেখ বলেন, তাঁর শ্বশুর মনিরুজ্জামান উলু দীর্ঘদিন ধরে গোপালপুর এলাকায় খামার ও মাছের ঘেরের ব্যবসা করে আসছেন। গত ১৮ জুন মনিরুজ্জামান ও তাঁর ছেলে জুয়েল মোটরসাইকেলে করে ঘের থেকে টুঙ্গিপাড়ায় ফেরার পথে গোপালপুরের চাপড়াইল ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁদের পথরোধ করেন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রান্ত তালুকদার ও তাঁর কয়েকজন সহযোগী।

শামিম শেখের ভাষ্য, পথরোধের কারণ জানতে চাইলে প্রান্ত বলেন, ‘আপনারা দীর্ঘদিন ব্যবসা করছেন, কিন্তু আমাদের কোনো সহযোগিতা করছেন না। আমরা বিএনপির লোক, এখানে ব্যবসা করতে হলে আমাদের চাঁদা দিতে হবে।’

তিনি আরও জানান, তাঁর শ্বশুর ও শ্যালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছাত্রদল নেতা প্রান্ত বিএনপির স্থানীয় ইউনিয়ন সভাপতি জীবেশ বাড়ৈকে ফোন দেন। কিছুক্ষণ পর জীবেশ নছিমনে করে এসে আরও কয়েকজন লোক নিয়ে দেশি অস্ত্রসহ তাঁদের ওপর হামলা চালান। এতে মনিরুজ্জামান গুরুতর আহত হন এবং তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শামিমের অভিযোগ, এ ঘটনার পর তাঁরা টুঙ্গিপাড়া থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে গোপালগঞ্জ আদালতে মামলা করলে আদালত তা এফআইআর হিসেবে নিতে নির্দেশ দেন।

শামিম শেখ বলেন, ‘বিএনপি নেতা জীবেশ বাড়ৈ ও ছাত্রদল নেতা প্রান্ত এখন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

অভিযোগের বিষয়ে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈ বলেন, ‘আমাকে হেয় করতে একটি কুচক্রী মহল মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

বেশি চিন্তা তৈরি পোশাকে, কারখানা বন্ধের শঙ্কা

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত